সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই আছড়ে পড়েছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)। তার তাণ্ডবলীলায় প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। বেশ কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতিতে দিন কাটাতে হয়েছিল আমজনতাকে। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। তার দাপটে কি ফের চাঙ্গা হবে আমফানের স্মৃতি, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে। এই পরিস্থিতিতে প্রয়োজন আগাম সতর্কতার। ঘূর্ণিঝড় ‘যশ’ আসার আগে জেনে নিন কী করবেন আর ভুলেও কী করবেন না।
কী করবেন:
- গুজবে কান দেবেন না। সংবাদমাধ্যমগুলির মাধ্যমেই ঘূর্ণিঝড় সম্পর্কে নিজেকে আপডেটেড রাখুন।
- করোনা (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি রয়েছে। এই পরিস্থিতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকে অত্যাবশকীয় ওষুধ, সামগ্রী, জল সংগ্রহ করুন।
- পাকা বাড়িতে থাকুন। কাঁচা কিংবা বিপজ্জনক বাড়ি এড়িয়ে যাওয়াই ভাল।
- পোশাক তৈরি রাখুন।
- মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন।
- পাওয়ার ব্যাংক, এমার্জেন্সি আলো থাকলে চার্জ দিয়ে রাখুন।
- টর্চ, মোমবাতির বন্দোবস্ত করে রাখুন।
- জরুরি নথিপত্র এবং মূল্যবান সামগ্রী গুছিয়ে রাখুন।
কী করবেন না:
- আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে এই সময় মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।
- ঝড়ের সময় বাড়ি থেকে ভুলেও বেরবেন না।
- গৃহপালিত পশুকে ঝড়ের সময় বেঁধে রাখবেন না।
- অযথা আতঙ্কিত হয়ে মানসিক চাপ বাড়াবেন না।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas) মোকাবিলায় কার্যত কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। উপান্ন এবং নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে ওই কন্ট্রোলরুমে থাকবেন। প্রয়োজনে রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। ২৫ মে থেকে হেল্পলাইন নম্বর দু’টি চালু হবে। নম্বরগুলি হল: ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।