shono
Advertisement

আজ ব্রিগেডে বিজেপির সভা, জেনে নিন কোন কোন পথে শহরে ঢুকবে মিছিল

কয়েক লক্ষ জনসমাগমের লক্ষ্যে বিজেপি, ব্যাপক যানজটের আশঙ্কা৷ The post আজ ব্রিগেডে বিজেপির সভা, জেনে নিন কোন কোন পথে শহরে ঢুকবে মিছিল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Apr 03, 2019Updated: 08:57 AM Apr 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর সপ্তাহখানেক৷ তারপরই সারা দেশে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন৷ প্রথম দফায় এ রাজ্যের দুই কেন্দ্র আলিপুরদুয়ার এবং কোচবিহারে হবে ভোটাভুটি৷ তার আগে বুধবার তৃণমূল-বিজেপি দুই শিবিরের শীর্ষ নেতানেত্রীদের প্রচার কর্মসূচি৷ একইদিন উত্তরবঙ্গে সভা করবেন মোদি এবং মমতা৷ ব্রিগেডেও নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদি৷ সময় যত গড়াচ্ছে, ততই এই সভা নিয়ে চড়ছে উত্তেজনার পারদ৷ আপাতত এই সভার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ৷ ইতিমধ্যেই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন নেতাকর্মীরা৷ কিন্তু তার আগে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাস্তা দিয়ে ব্রিগেডে পৌঁছাবেন বিজেপি নেতাকর্মীরা৷ 

Advertisement

মিছিল কোন পথে
হাওড়ার মিছিল ব্রেবোর্ন রোড, ধর্মতলা দিয়ে।
শিয়ালদহের মিছিল মৌলালি, এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলা দিয়ে ঢুকবে ব্রিগেডে
শ্যামবাজার থেকে মিছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে।
হাজরা থেকে আশুতোষ মুখার্জি, জওহরলাল নেহরু রোড ধরে।
বিজেপির রাজ্য অফিস থেকে মিছিল আসবে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে।

[ আরও পড়ুন: চিনা হরফে প্রচার, ভোটের বাজারে শহরের নজরে ‘চিনের প্রাচীর’]

যুযুধান দুই শিবিরের কাণ্ডারিদের সভায় রাজনীতির কারবারিদের যেমন নজর রয়েছে, তেমনি কড়া নজর রেখেছে পুলিশ প্রশাসন৷ যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা৷

ব্রিগেডের নিরাপত্তা
থাকছে অতিরিক্তি ৫ হাজার পুলিশকর্মী
নজরদারিতে থাকছে ড্রোন ও সিসিটিভি৷
শহরজুড়ে থাকছে বিপর্যয় মোকাবিলা দল।
থাকছে কুইক রেসপন্স টিম।
শহরের বিভিন্ন প্রান্তে থাকছে পুলিশ পিকেট।
যানজট রুখতে পথে নামবেন ট্রাফিকের পুলিশকর্মীরাও।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকছে এসপিজির কমান্ডোবাহিনী।

[ আরও পড়ুন: ভোটের আবহেও চাঙ্গা পোস্তার স্মৃতি, বিচার চান নিহতদের পরিজনরা]

গত বছর জুলাইতে মেদিনীপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সভার একটি অস্থায়ী ছাউনি ভেঙে পড়ায় জখম হন বেশ কয়েকজন৷ ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন বিজেপি নেতাকর্মীরা৷ তাই এবার সভায় অ্যালুমিনিয়ামের ছাউনির বন্দোবস্ত করা হয়েছে৷  
এক নজরে
মূল মঞ্চ ৬০ বাই ৩০ ফুট। যেখানে থাকবেন প্রধানমন্ত্রী, শীর্ষ নেতৃত্ব ও দলের প্রার্থীরা।
পাশের দু’টি মঞ্চ ৩৪ বাই ২৪ ফুট। যেখানে বসবেন রাজ্য ও জেলা নেতৃত্ব।
দর্শকাসনে ছাউনির জন্য তিনটি রো-তে মোট ৯টি জার্মান হ্যাঙার লাগানো হয়েছে।
মোট চারটি ট্রেন ভাড়া করা হয়েছে।
মোট আড়াই হাজার স্বেচ্ছাসেবক থাকছেন। গেরুয়া টি-শার্ট পরনে থাকবে প্রমুখ স্বেচ্ছাসেবক
বিশেষ নজরদারিতে থাকছেন সাদা পোশাকের দলীয় কর্মী।

The post আজ ব্রিগেডে বিজেপির সভা, জেনে নিন কোন কোন পথে শহরে ঢুকবে মিছিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement