shono
Advertisement

‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’-এর নয়া সিজন থেকে উরফির শো, আমাজনের ঝুলিতে আর কী কী আছে?

নজরে থাকবে 'পাতাললোক' ও 'বন্দিশ ব্যান্ডিটস' সিরিজের দ্বিতীয় মরশুম।
Posted: 02:02 PM Mar 20, 2024Updated: 02:27 PM Mar 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একগুচ্ছ সিনেমা, ওয়েব সিরিজ নিয়ে আসছে আমাজন প্রাইম। কিছু নতুন, কিছু পুরনো। আর তাতেই রয়েছে চমক। কারণ একদিকে যেমন আমাজনের প্যান্ডোরা বক্সে ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’-এর মতো সিরিজের নতুন মরশুম রয়েছে, অন্যদিকে রয়েছে উরফি জাভেদের শো।

Advertisement

আগামী ২১ মার্চ আমাজনে মুক্তি পাবে সারা আলি খানের ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ (Ae Watan Mere Watan)। তার পরবর্তীকালে দেখা যাবে। গুড্ডু আর কালিন ভাইয়া ফিরছে ‘মির্জাপুর’-এর তৃতীয় মরশুমে। ‘পঞ্চায়েত’ সিরিজের নতুন মরশুমে ফুলেরা গ্রামে ঘটবে নতুন কাণ্ড কারখানা। এছাড়াও রয়েছে ‘পাতাললোক’ ও ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজের দ্বিতীয় মরশুম। তবে সবচেয়ে বড় চমক সোশাল মিডিয়া সেনশেসন উরফি জাভেদের স্পেশাল শো ‘ফলো করলো ইয়ার’।

[আরও পড়ুন: সলমনের রোষানলে মিঠুনপুত্র নামাসি! ‘সেট থেকে তাড়িয়ে দেব’, কেন এমন হুমকি ভাইজানের?]

এছাড়াও নজরে থাকবে অভিষেক বচ্চনের ‘বি হ্যাপি’। নতুন এই প্রজেক্টে সিঙ্গল ফাদারের চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র বচ্চন। যার মেয়ে দেশের সবচেয়ে বড় ডান্স রিয়ালিটি শোয়ের অঙ্গ হতে যায়। ‘সিটাডেল হানি বানি’তে দুরন্ত অ্যাকশনের মুডে থাকছেন বরুণ ধাওয়ান ও সামান্তা রুথ প্রভু। অনন্যা পাণ্ডেকে দেখা যাবে ‘কল মি বে’তে।

‘ছোরি ২’-এ থাকছে বড় চমক। নুসরত ভারুচার পাশাপাশি দেখা যাবে সোহা আলি খানকে। ওদিকে ‘লাপাতা লেডিজ’ স্পর্শ শ্রীবাস্তব এবার নজর কেড়েছে ‘দুপাহিয়া’তে। এছাড়াও রয়েছে, ‘সুপারমেন অফ মালেগাও’, ‘দিল দোস্তি ডিলেমা’, ‘অন্ধেরা’, ‘খউফ’, ‘দ্য মেহতা বয়েজ’, ‘জিদ্দি গার্লস’, ‘ব্যান্ডওয়ালে’, ‘রঙ্গীন’-এর মতো সিনেমা-সিরিজ। যা বছরভর দেখা যাবে আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video) ওয়েব প্ল্যাটফর্মে। 

 

[আরও পড়ুন: ভিকির হাত ফসকে বলিউডের এই নায়কের ঝুলিতে ‘অশ্বত্থামা’! বড় ঘোষণা প্রযোজনা সংস্থার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement