shono
Advertisement

১৭-২৩ জুলাইয়ের Horoscope: ব্যবসায় ক্ষতির আশঙ্কা এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?

কেমন থাকবে শরীর-স্বাস্থ্য?
Posted: 09:54 AM Jul 17, 2022Updated: 09:59 AM Jul 17, 2022

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

মেষ

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানদের শিক্ষার জন‌্য অর্থব‌্যয় হতে পারে। অংশীদারি ব‌্যবসায় কিছু সমস‌্যা দেখা দিলেও তা টিকিয়ে রাখার জন‌্য সমঝোতা করতে হবে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। মহিলাদের নতুন কাজের সুযোগ আসবে। মানসিক শান্তির জন‌্য বাড়ির সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

বৃষ

নিজের কোনও ভুল সিদ্ধান্তের জন‌্য ব‌্যবসায় লোকসানের বহর বাড়তে পারে। পারিবারিক ছোটখাটো সমস‌্যা স্ত্রীর প্রচেষ্টায় মিটে যাওয়ার সম্ভাবনা। প্রেম-প্রণয়ের ব‌্যাপারে একে-অপরকে বোঝনোর চেষ্টা করুন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন। দুর্ঘটনার যোগ রয়েছে। নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের ভাল সময়। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টি খুবই উপযুক্ত।

মিথুন

ব‌্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হতে পারে। এই সময় কাজে অনীহার জন‌্য ব‌্যবসায় অবনতির যোগ। সন্তানদের অন‌্যায় আবদার মেনে নেবেন না। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখকর। ছোটখাটো সমস‌্যা থাকবে। রাজনীতির সঙ্গে যুক্তদের একটু সাবধানে থাকা দরকার। এই সময় বহুবিধ সমস‌্যায় জর্জরিত হতে পারেন।

কর্কট

সপ্তাহের প্রারম্ভে চোখের সমস‌্যায় ভোগান্তির যোগ। উচ্চশিক্ষিতদের জন‌্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের একাধিক উপায়ে আয় বাড়তে পারে। সন্তানদের ভবিষ‌্যৎ নিয়ে অহেতুক চিন্তাভাবনা করবেন না। বন্ধুবান্ধবের উপকার করলেও তাদের কাছ থেকে ভাল ব‌্যবহার পাবেন না। ব‌্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। নিজের ভুলের জন‌্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।

সিংহ

আনন্দময় সপ্তাহ। এই সময় বহুদিনের কোনও আশাপূরণ হতে পারে। সহকর্মীদের সহযোগিতায় কর্মক্ষেত্রে উন্নতি ত্বরান্বিত হবে। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। সংসারে সুখশান্তি বজায় থাকবে। এই সময় জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।

কন্যা

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। বাবা-মা ও পরিবারের একাকীত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারকে নিয়ে ভ্রমণে গিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। জীবনে বিলাসিতা করলেও পরিবার ও নিজের জীবন সুরক্ষিত রেখে অগ্রসর হবেন।

তুলা

কর্মক্ষেত্রে কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। সহকর্মীদের সঙ্গে অযথা তর্কবিতর্কে যাবেন না। ব‌্যবসায় লাভের আশা রাখতে পারেন। বাড়তি খরচের জন‌্য চিন্তা বাড়বে। অযথা বিলাসিতায় খরচ না করাই শ্রেয়। দাম্পত‌্য জীবনে সুখশান্তি বিরাজ করবে। নিজের বুদ্ধিতে বড় কোনও আইনি সমস‌্যা থেকে মুক্তি লাভ। আইনজ্ঞ, ডাক্তার, অধ‌্যাপক ও শিক্ষকদের সপ্তাহের শেষে ভাল খবর আসতে পারে।

বৃশ্চিক

সপ্তাহের প্রথমেই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত পরিশ্রম শরীর নাও নিতে পারে। কর্মস্থলে কিছু গোলযোগের মধ্যে পড়তে পারেন। এই সময় জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন আসবে। আপনার এলাকায় অন‌্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য সঞ্চয়ে টান। সন্তানদের উচ্চবিদ‌্যার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। দূর ভ্রমণে সতর্কতা দরকার।

ধনু

সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় লাভবান হলেও বকেয়া অর্থপ্রাপ্তিতে বিলম্ব হতে পারে। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল। বাবা-মার সঙ্গে স্ত্রীর বনিবনা না হওয়ার জন‌্য গৃহশান্তি মাঝে মাঝে ব‌্যাহত হতে পারে। নতুন গৃহলাভের সম্ভাবনা। তবে নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার আগে নতুন আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। দংশক প্রাণীর থেকে সাবধানে থাকুন।

মকর

সপ্তাহের শুরুতে কর্মসূত্রে ভিনরাজ্যে যেতে হতে পারে। নিজের জেদের জন‌্য দাম্পত‌্য জীবনে সমস‌্যা। পৈতৃক সম্পত্তি বিক্রয় নিয়ে মা, বাবা ও ভাইবোনদের সঙ্গে অশান্তি। বিদেশে কর্মরত সন্তানের সংবাদ না পাওয়ায় দুশ্চিন্তা। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্কতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছে বেফাঁস মন্তব‌্য করে উপহাসের পাত্র হতে পারেন। সন্তানের খেলাধুলোয় সাফল‌্য ও উন্নতির জন‌্য নামী সংস্থায় চাকরির সুযোগ।

কুম্ভ

সপ্তাহের প্রারম্ভে আপনার অতিরিক্ত চাপ থাকবে। অতিরিক্ত খরচের জন‌্য আয়ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। ব‌্যবসায়ীদের আয়ের সুযোগ বাড়বে। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন। পত্নীভাগ্যে এই সপ্তাহে ধনলাভের সম্ভাবনা। অশুভ গ্রহের প্রতিকারের জন‌্য গৃহে শান্তি স্বস্ত‌্যয়নের ব‌্যবস্থা করুন। এই সপ্তাহে বিবাহে অগ্রসর না হওয়াই ভাল। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভাল হবে না।

মীন

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। কর্মে ও ব‌্যবসায় সাফল‌্য ও উন্নতি। এই রাশির জাতক-জাতিকাদের ধনাগম যোগ শুভ। অতিরিক্ত বন্ধুবান্ধব আপনার পরিবারের কাছে খুব একটা সুখকর হবে না। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য তীর্থভ্রমণের ব‌্যবস্থা করুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার