shono
Advertisement

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৪ লক্ষের গণ্ডি, বাড়ছে মৃত্যুও

কমেছে সুস্থতা।
Posted: 08:30 PM Nov 21, 2020Updated: 08:40 PM Nov 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার করোনা চিত্র ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। ফের ৫০-এর গণ্ডি পেরিয়ে গেল একদিনে করোনায় (Corona Virus) মৃতের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতাও। সবমিলিয়ে ক্রমশ ভয় ধরাচ্ছে বাংলার করোনা চিত্র।

Advertisement

উৎসবের পরই উৎসবের ফলাফল বোঝা যাবে। এই ভবিষ্যৎবাণী আগেই করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বাংলা যে কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে, তাও জানিয়ে দিয়েছিল। এমনকী, বাংলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার এ কথা প্রকাশ্যে এসেছে। এরপর শনিবার রাজ্য সরকারের করোনা বুলেটিন চিন্তা আরও বাড়াল।

[আরও পড়ুন: শ্রাদ্ধের আগের দিন করোনা জয় করে বাড়ি ফিরলেন ‘মৃত’, তাজ্জব পরিজনরা]

একদিনে বাংলায় (West Bengal) করোনা সংক্রমিত ৩ হাজার ৬৩৯ জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৮৯০ জন। এর সামান্য পিছনে রয়েছে উত্তর ২৪ পরগণা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। ২০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে হাওড়া, হুগলি ও নদিয়ায়। এদিকে যথারীতি উত্তরবঙ্গের চিন্তা বাড়িয়েছে দার্জিলিং ও জলপাইগুলি। দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। ফলে এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৫২ হাজার ৭৭০ জন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৪ লক্ষ ১৯ হাজার ১০৩ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাকে জয় করেছেন ৩ হাজার ৭৯৪ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। তবে রাজ্যের সুস্থতার হার রয়েছে ৯২.৬৩ শতাংশ। বাংলায় চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯১ জন। যা আগের তুলনায় সামান্য কমেছে।

[আরও পড়ুন: প্রেমের টানে ছুটে যাওয়াই কাল, প্রেমিকার আত্মীয়দের বেধড়ক মারে হাসপাতালে প্রেমিক]

উৎসবের মরশুমে বাংলায় দৈনিক করোনায় মৃতের সংখ্যা ৫০-এর নিচে দাঁড়িয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই হার আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। ফলে বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৭৬ জন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার