shono
Advertisement

নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, একদিনে করোনার বলি ৪

একদিনে করোনা আক্রান্ত ১৯৯ জন।
Posted: 07:52 PM Feb 25, 2021Updated: 08:10 PM Feb 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোভিড (COVID-19) পরিস্থিতি নিয়ে সাময়িক স্বস্তিতে রাজ্য প্রশাসন। বুধবারের তুলনায় বৃহস্পতিবার নিম্নমুখী বাংলার কোভিডগ্রাফ। তবে চিন্তা বাড়িয়ে বেড়েছে রাজ্যের মৃত্যুহার।ওয়াকিবহাল মহল বলছে, রাজ্যবাসীর কোভিডবিধি মানতে অনীহার জেরেই লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা সংক্রমণ। 

Advertisement

রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বৃহস্পতিবার সন্ধের রিপোর্ট অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১৯৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ২০২। এদিন এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৪ হাজার ৫০০ জন। ইতিমধ্যে তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৬০ হাজার ৫০০ জন। ফলে অনেকটাই কমে গিয়েছে রাজ্যের অ্যাকটিভ বা চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, এ রাজ্যে চিকিৎসাধীন কোভিড সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৩৫৩ জন। 

[আরও পড়ুন: নির্বাচনের আগে ফের রাজ্য থেকে উদ্ধার আধপোড়া নোট, তুঙ্গে জল্পনা]

গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে কলকাতায়। একদিনে মহানগরে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেথানে একদিনে সংক্রমিত হয়েছেন ৫৩ জন। তবে স্বস্তি দিয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রামের কোভিড পরিস্থিতি। কারণ এই তিন জেলায় নতুন করে কোনও কোভিড আক্রান্তের হদিশ মেলেনি। 

ঊর্ধ্বমুখী কোভিডগ্রাফের মাঝেই আশা জাগাচ্ছে এ রাজ্যের করোনাজয়ীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২১৯ জন। ফলে এ রাজ্যের কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৬০ হাজারের বেশি। এ মুহূর্তে রাজ্যের সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। 

তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যের কোভিডে মৃত্যু হয়েছে ৪ জনের। তাঁদের মধ্যে দু’জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা, একজন কলকাতা ও একজন উত্তর দিনাজপুরের বাসিন্দা। 

[আরও পড়ুন: ‘কাটমানি, তোলাবাজি, তোষণের বিরুদ্ধে টিকা পাবে বাংলা’, কটাক্ষ জেপি নাড্ডার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার