shono
Advertisement

বঙ্গ সফরের প্রথমদিনে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ, কী কী থাকছে মেনুতে?

মধ্যাহ্নভোজের প্রস্তুতিতে এখন থেকেই ব্যস্ত কৃষক সনাতন সিংয়ের পরিজনেরা।
Posted: 08:16 PM Dec 18, 2020Updated: 08:31 PM Dec 18, 2020

সম্যক খান, মেদিনীপুর: ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দু’দিনের সফরে প্রথমেই তিনি যাবেন মেদিনীপুরে। শনিবার দুপুরে সভা করবেন। মধ্যাহ্নভোজ সারবেন এক কৃষক পরিবারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ নিয়ে সাজ সাজ রব। কৃষক সনাতন ওরফে ঝুনু সিংয়ের বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

Advertisement

কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের বাসিন্দা ঝুনু ওরফে সনাতন সিংয়ের দরিদ্র পরিবার। মাটির ঘরে রাত পোহালেই আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তাঁকে কী খাওয়ানো যায়, সেই নিয়ে ভাবনাচিন্তা করেও যেন ক্লান্ত সনাতন। তবে অনেক ভাবনাচিন্তার পর তিনি ঠিক করেছেন লাউ মুগডালের বিশেষ পদ থাকবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মেনুতে (Menu)। স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়ানো হবে ভাত, রুটি, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, খসলা শাকের ভাজা, লাউ মুগডাল, শুক্তো, চাটনি ও পাঁপড়। থাকছে স্যালাড এবং টক দই। মধ্যাহ্নভোজের প্রস্তুতিতে এখন থেকেই ব্যস্ত কৃষক সনাতন সিংয়ের পরিজনেরা। বিজেপির তরফে তা দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়। একপ্রকার বলতে গেলে তিনদিন ধরে তিনি পড়ে রয়েছেন কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামে সনাতন সিং ওরফে ঝুনুর বাড়িতে।

[আরও পড়ুন: ‘জনতার টাকায় লোক ভাড়া করে ভোট জিততে চাইছেন মুখ্যমন্ত্রী’, তোপ দিলীপের]

ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সনাতন সিংয়ের বাড়ি ঘুরে গিয়েছেন। দিয়ে গিয়েছেন একাধিক পরামর্শও। ভিড় সামলাতে তাঁর বাড়ির সামনে বাঁশের ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে। আনাগোনাও বেড়েছে নেতা-কর্মীদের। স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িতে আসার খবরে যারপরনাই খুশি সনাতনবাবু। বাড়ি পরিষ্কারের কাজ চলছে জোরকদমে। সনাতনবাবুর দাবি, “স্থানীয় বিজেপি (BJP) নেতাদের কাছ থেকে যখন খবর পেলাম তখন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না।” এখন তা সামলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন কীভাবে করবেন তা নিয়েই ব্যস্ত সনাতন। তাঁর বাড়ির সামনের দালানে চেয়ারের পাশাপাশি রাখা হচ্ছে দড়ির খাটিয়া। সেখানেও বসার ব্যবস্থা রাখা হচ্ছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর হবিবপুরের সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেবেন।তারপর ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত মাসির বাড়িতে গিয়ে মূর্তিতে মাল্যদান করবেন। এমনকী বসু পরিবারের চারজন উত্তরাধিকারীকে সংবর্ধনা দেওয়ার কথাও রয়েছে। তবে সেখানে কোনও মঞ্চ করার পরিকল্পনা ছিল না। এখন সূচিতে বদল ঘটিয়ে রাতারাতি সেখানে তৈরি হচ্ছে মঞ্চ। সেখানে দু-এক কথা বলতেও পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরো বিষয়টি তদারকি করছেন বিজেপির সহ সভাপতি শিবু পানিগ্রাহী। তিনি বলেছেন, “অমিত শাহের জন্য সবরকম ব্যবস্থা রাখা হচ্ছে।”

[আরও পড়ুন: দুষ্কৃতী দমনে বড় সাফল্য, পুলিশের জালে ৪ কুখ্যাত রেল ডাকাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার