সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এর মাঝে রাজ্যের করোনায় (Corona Virus) মৃতের সংখ্যা তলানিতে ঠেকল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মাত্র একজনের। দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যাও দুশোর নিচে। সবমিলিয়ে রাজ্যের কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর।
স্বাস্থ্যদপ্তরের শনিবার রাতের বুলেটিন অনুযায়ী, একদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এর মধ্যে সর্বাধিক কোভিড সংক্রমিতের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (৫৫)। এর পরেই রয়েছে কলকাতা। তবে মহানগরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০-এরও নিচে। এদিকে দৈনিক আক্রান্তের নিরিখে স্বস্তি দিয়েছে রাজ্যের দুই জেলা। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রামে নতুন করে কোনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এদিন রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮ জন।
[আরও পড়ুন : ঠাকুরনগরে আগের মঞ্চেই অমিত শাহর বাতিল হওয়া সভা, দিনক্ষণ জানালেন শান্তনু ঠাকুর]
মোট আক্রান্তের মধ্যে অধিকাংশ করোনা সংক্রমিতই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। স্বাস্থ্যদপ্তরের হিসেব বলছে, শনিবার সন্ধে পর্যন্ত রাজ্যে কোভিডমুক্ত হয়েছেন ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৩ জন। ফলে এ রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে। বর্তমানে এ রাজ্যের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৫ হাজারেরও কম। অ্যাকটিভ কোভিড আক্রান্তের সংখ্যা মাত্র ৪ হাজার ৮৯৫ জন।এদিকে এদিন রাজ্যের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩৬ শতাংশ।
তবে কোভিড যোদ্ধা-সহ রাজ্য স্বাস্থ্যদপ্তরকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে করোনায় মৃত্যু হার। নতুন বছরের শুরু থেকেই করোনার মৃত্যুহারে লাগাম পরানো সম্ভব হয়েছিল। বর্তমানে একেবারে তলানিতে ঠেকেছে রাজ্যে (West Bengal) করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মাত্র একজনের। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ফলে শনিবার এ রাজ্যে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হল ১০ হাজার ২০২ জন।