shono
Advertisement

Breaking News

Modi Government Cabinet Ministers

শপথগ্রহণ মোদি মন্ত্রিসভার, পূর্ণমন্ত্রীদের তালিকায় শাহ থেকে জয়শংকর! বাদ পড়লেন কারা?

Published By: Biswadip DeyPosted: 09:09 PM Jun 09, 2024Updated: 10:39 PM Jun 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। রবিবার সন্ধ্যায় শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির ছুঁয়ে তৃতীয় বারের জন্য দেশের মসনদে বসলেন তিনি। তাঁর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন। 

Advertisement

নতুন মোদি সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজনাথ সিং (বিজেপি, লখনউ), অমিত শাহ (বিজেপি, গান্ধীনগর), জগৎপ্রকাশ নাড্ডা (বিজেপি), শিবরাজ সিং চৌহান (বিজেপি, বিদিশা), নির্মলা সীতারমণ (বিজেপি, রাজ্যসভা), মনোহরলাল খাট্টার (বিজেপি, কর্নাল), এস জয়শংকর (বিজেপি, রাজ্যসভা), এইচডি কুমারস্বামী (জেডিএস, মাণ্ড্য), নীতিন গড়করি (বিজেপি, নাগপুর), পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী (বিজেপি, রাজ্যসভা), ধর্মেন্দ্র প্রধান (বিজেপি, রাজ্যসভা), জিতনরাম মাঁঝি (হাম, গয়া), সর্বানন্দ সোনেওয়াল (বিজেপি, ডিব্রুগড়), বীরেন্দ্র কুমার (বিজেপি, তিকামগড়), রামমোহন নায়ডু (টিডিপি, শ্রীকাকুলাম), প্রহ্লাদ জোশী (বিজেপি, ধারওয়াড়), জুয়েল ওরাওঁ (বিজেপি, সুন্দরগড়), গিরিরাজ সিং (বিজেপি, বেগুসরাই), অশ্বিনী বৈষ্ণব (বিজেপি, রাজ্যসভা), অন্নপূর্ণা দেবী (বিজেপি, কোডার্মা), গজেন্দ্র সিং শেখাওয়াত (বিজেপি, যোধপুর), ভূপেন্দ্র যাদব (বিজেপি, অলওয়াড়), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (বিজেপি, গুনা). কিরেন রিজিজু (বিজেপি, অরুণাচল পশ্চিম), লালন সিং (জেডিইউ, মুঙ্গের), চিরাগ পাসওয়ান (লোক জনশক্তি পার্টি, হাজিপুর), হরদীপ সিং পুরী (বিজেপি, রাজ্যসভা), মনসুখ মাণ্ডব্য (বিজেপি, পোরবন্দর), জি কিষেণ রেড্ডি (বিজেপি,সেকেন্দ্রাবাদ), সি আর পাটিল (বিজেপি, নবসারি)। 

[আরও পড়ুন: একক সংখ্যাগরিষ্ঠতার জমানায় নয়, দেশের আর্থিক উন্নতিতে অবদান বেশি ‘মিলিজুলি’ সরকারেরই!]

এছাড়াও রবিসন্ধ্যায় শপথ নিলেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। কিন্তু নতুন মন্ত্রিসভায় রইলেন না কয়েকজন পুরনো নেতা। তাঁদের মধ্যে অন্যতম স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর, নারায়ণ রানে। 

নিয়ম মোতাবেক মন্ত্রিসভার সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার ১৫ শতাংশের মধ্যে থাকতে হবে। অর্থাৎ ৫৪৩ সদস্য়ের নিম্নকক্ষে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা হতে পারে ৮১। 

[আরও পড়ুন: ‘শপথের আগেই ২৪ লাখ পড়ুয়ার জীবন নষ্ট’, NEET ইস্যুতে মোদিকে নিশানা রাহুলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার সন্ধ্যায় শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির ছুঁয়ে তৃতীয় বারের জন্য দেশের মসনদে বসলেন তিনি।
  • তাঁর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন। তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী ৩০ জন।
Advertisement