সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ মানুষের মধ্যে ঈশ্বর খোঁজেন, কেউ আবার মানুষকেই ঈশ্বর মনে করে তাঁর সেবায় ব্রতী হন। মানবসেবাকেই নিজের ধর্ম হিসেবে ধরে নিয়েছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। সিনেমার পর্দায় একাধিকবার ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু করোনা (Corona Virus) কালে তিনি হয়ে উঠেছেন বাস্তবের হিরো। তাঁকেই ঈশ্বর জ্ঞানে আরাধনা করতে শুরু করেছেন অনেকে। কখনও আবক্ষ মূর্তি গড়ে পুজো-অর্চনা করা হচ্ছে, আবার কখনও দুধ দিয়ে ছবি ও ব্যানারের অভিষেক করা হচ্ছে। এতেই আপত্তি সোনুর। কারণ মানুষের পাঁশে দাঁড়ানোর জন্য যেখানে তিনি নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখেছেন, সেখানে দুধের এই অপচয় তিনি মেনে নিতে পারছেন না। তাই ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, “কৃতজ্ঞ, তবে দয়া করে এই দুধ এমন কারও জন্য রেখে দিন যার প্রয়োজন।”
[আরও পড়ুন: ‘আমাদের লড়তেই হবে’, ‘যশ’ মোকাবিলায় প্রস্তুত দেব, দিলেন অফিস ও হেল্পলাইন নম্বর]
গত বছরের মার্চ থেকেই নিজেকে মানুষের কাজে নিয়োজিত করেছেন ‘মসিহা’ সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ দিয়ে শুরু করেছিলেন। তারপর থেকে কারও ভাঙা ঘর ঠিক করে দিয়েছেন, ওষুধ পৌঁছে দিয়েছেন, চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন, পড়াশোনার জন্য ল্যাপটপ-মোবাইল কিনে দিয়েছেন। সমস্ত কিছুই করেছেন নিজের খরচে। শোনা গিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে একাধিক সম্পত্তি বন্ধক রেখেছেন সোনু। কোভিডের (COVID-19) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশ যখন বিপর্যস্ত, তখনও তিনি হাসপাতালে হাসপাতালে অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। বিদেশ থেকে অক্সিজেন প্লান্ট (Oxygen Plant) আনিয়েছেন। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সরকারি ও জেলা হাসপাতালে বসেছে সোনুর কিনে দেওয়া অক্সিজেন প্লান্ট। পরবর্তীতে অন্যান্য রাজ্যের গ্রামীণ এলাকাতে আরও প্লান্ট বসানোর ইচ্ছা রয়েছে সোনুর। ১০০ কোটির সুপারহিট ছবির অংশ হওয়ার থেকে সমাজসেবামূলক কাজ জড়িয়ে থাকা লক্ষ গুণ বেশি আনন্দের। মনে করেন অভিনেতা।