Advertisement
সোহমের লক্ষ্মীপুজোয় কুণাল ঘোষ, লক্ষ্মীছেলে হয়ে হরিপ্রিয়ার বন্দনায় ভাস্বর
গৌরব-ঋদ্ধিমারা কী করলেন? দেখুন তারকাদের কোজাগরী যাপন।
বুধবারই লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বাড়িতে। ফল প্রসাদের পাশাপাশি খিচুড়ি ভোগের আয়োজনও করেছেন তারকার স্ত্রী তনয়া।
সোহমের বাড়ির পুজো দেখতে গিয়েছিলেন কুণাল ঘোষ। তিনিই শেয়ার করেছেন ছবি। ক্যাপশনে তৃণমূল নেতা লিখেছেন, 'সোহম-তনয়ার বাড়িতে লক্ষ্মীপুজো। ঠাকুরঘরটি ভারি সুন্দর।'
লক্ষ্মীছেলে হয়ে হরিপ্রিয়ার বন্দনায় ভাস্বর চট্টোপাধ্যায়। আগে পুজোর আয়োজন সামলাতেন অভিনেতার মা অপর্ণা চট্টোপাধ্যায়। মায়ের অবর্তমানে ভাস্বর নিজেই সমস্ত আয়োজন করেন। সঙ্গী বাবা।
নিজের হাতে মহাদেবীকে সাজিয়েছেন অপরাজিতা আঢ্য। এবারের লক্ষ্মীপুজো বেশি ধুমধাম চাননি অভিনেত্রী। তাই ঘরোয়াভাবেই যাবতীয় আয়োজন সেরেছেন।
Published By: Suparna MajumderPosted: 09:33 PM Oct 16, 2024Updated: 10:03 PM Oct 16, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ