সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলার্স এন্ডে ভেঁপু মণ্ডল। তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাটসম্যান চিনুর দিকে তাকিয়ে। তার পিছনে উইকেট কিপার হিসেবে দাঁড়িয়ে মিতালি। ধারাভাষ্যকার লালটু মণ্ডল। এভাবেই ছাদে ক্রিকেট খেলায় মজল ‘হামি ২’ (Haami 2) সিনেমার মণ্ডল পরিবার।
২০১৮ সালের ১১ মে মুক্তি পেয়েছিল ‘হামি’ (Hami )। ৮৫ লক্ষ টাকা বাজেটে তৈরি ছবিটি সে বছর সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। তবে দর্শকদের মন কেড়েছিল ‘ভুটু ভাইজান’। বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের (Broto Banerjee) সাবলীল অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল।
[আরও পড়ুন: জন্মদিনের বাম্পার উপহার! ‘পাঠান’-এর টিজারে বাদশাহী মেজাজে প্রত্যাবর্তন শাহরুখের ]
তবে ‘হামি ২’ একেবারে নতুন পরিবার, নতুন গল্প । লাল্টু-মিতালি আছে । সেইসঙ্গে থাকছে তিন খুদে– চিনু, ভেঁপু আর রুকসানা । তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী। ঋতদীপ ও শ্রেয়ানকে নিয়েই ছাদের উপরে ব্যাট বলের লড়াইয়ে মজেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী।
টি-২০ বিশ্বকাপের আবহে ভারত-বাংলাদেশ ম্যাচ। তার আগে ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাতে এই আয়োজন করেছিলেন তাঁরা। গায়ে চড়িয়ে ছিলেন ‘ব্লু জার্সি’। খেলার মাঝেই চলছিল হইহুল্লোড়। ক্লিন বোল্ড হয়ে যান শিবপ্রসাদ। তবে গার্গী বল ছাদের পাঁচিলের বাইরে পাঠিয়ে দেন। কে খুঁজে আনতে যাবে সেই বল? তা নিয়ে শুরু হয় তরজা। মিতালির মেজাজেই ব্যাট হাতে লালটু ওরফে শিবপ্রসাদের ওপর চড়াও হন গার্গী। উপায়ন্তর না দেখে বল আনতে যেতেই হয় পরিচালক-অভিনেতাকে। এমন খুনসুটি ‘হামি ২’ সিনেমাতেও দেখার প্রত্যাশায় দর্শকরা। বড়দিনে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।