সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ ডিসেম্বর ২০১৮। কাট টু ২৫ জানুয়ারি ২০২৩। ‘জিরো’য় যে কাহিনি শাহরুখ খান (Shah Rukh Khan) শেষ করেছিলেন। শেষের সেই অধ্যায় থেকেই নতুন শুরু করতে চলেছেন ‘পাঠান’ হিসেবে। তাতেই পালটে যেতে চলেছে বক্স অফিসের অঙ্ক। একাধিক বড় ছবির মুক্তির তারিখ পালটাতে চলেছে।
বুধবারই ‘পাঠান’ (Pathaan) সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন শাহরুখ খান। কিং খানের পাশাপাশি এ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামকে (John Abraham)।
সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছিল। আর তাতেই বদলে যাচ্ছে বক্স অফিসের হিসেব-নিকেশ। কীভাবে?
[আরও পড়ুন: মেলেনি মাদকযোগের প্রমাণ, আরিয়ান খানকে ক্লিনচিট দিল NCB’র বিশেষ তদন্তকারী দল]
২০২৩ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন অভিনীত অ্যাকশন ফিল্ম ‘ফাইটার’। সেই ছবির পরিচালকও সিদ্ধার্থ আনন্দ। সুতরাং শাহরুখ খানের কামব্যাক ছবি যদি ২৫ জানুয়ারি মুক্তি পায়, সে ছবি নিয়েই দর্শকদের আগ্রহ বেশি থাকবে। এমন অবস্থায় ‘ফাইটার’-এর মতো বড় বাজেটের ছবি সাধারণতন্ত্র দিবসের (Republic Day) দিন রিলিজ করতে নিশ্চয়ই চাইবেন না সিদ্ধার্থ আনন্দ!
২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা জন আব্রাহাম অভিনীত ‘তেহরান’। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে অরুণ গোপালনের পরিচালনায় অভিনয় করেছেন জন। প্রযোজনায় দীনেশ ভিজান। এ ছবির মুক্তির তারিখ পালটে যাওয়ার সম্ভাবনাও প্রচুর। কারণ ‘পাঠান’ ছবিতে জন নিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
অর্থাৎ, যদি এই দুই বড় বাজেটের সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে যায় তাহলে ২০২৩ সালে আরও কিছু বলিউড সিনেমার রিলিজও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ বিগ বাজেটের সিনেমা সাধারণত বিশেষ উইকএন্ডে রিলিজ করার পক্ষপাতী প্রযোজক-পরিচালকরা।