সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে পড়াশোনা। দীর্ঘদিন কর্পোরেট সংস্থায় চাকরি থেকে পুরোপুরি রাজনীতিতে। লোকসভায় বামেদের প্রার্থী সায়রা শাহ হালিম। জানেন কত সম্পত্তির মালিক কলকাতা দক্ষিণের বামপ্রার্থী?
কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim) ইতিমধ্যই মনোনয়ন পেশ করেছেন। নথি বলছে কোটিপতি তিনি। তাঁর সোনার পরিমাণ ছাপিয়ে গিয়েছে তারকা প্রার্থীদেরও। জানা গিয়েছে, গত অর্থবর্ষে তাঁর আয় ৪ লক্ষ ৯৭ হাজার ৫৭০ টাকা। মনোনয়ন পেশের সময় তাঁর হতে নগদ ছিল দেড় লক্ষ টাকা। সায়রা হালিমের মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮ লক্ষ ২১ ৮৯০ টাকা। একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করা রয়েছে বামপ্রার্থীর। যার মোট অঙ্ক ৩৯ লক্ষ ৯৮ হাজার। সায়রা হালিমের সোনার পরিমাণ ১০২৩ গ্রাম। যার বাজারদর ৭৪ লক্ষ ৬ হাজার ৪৬। স্থাবর সম্পত্তি বলতে একটি ফ্ল্যাট রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ২০ লক্ষ ৫০ হাজার টাকা।
[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির]
সায়রা হালিমের স্বামী ডা. ফুয়াদ হালিম। বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৭২ হাজার টাকা। ব্যাঙ্কে রয়েছে ১২ লক্ষ ২৫ হাজার ৮৪৮। বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার ৪৯৮ টাকা। তিনটি গাড়ি রয়েছে ফুয়াদ হালিমের নামে। যার মোট দর ১৭ লক্ষের বেশি। ২৫০ গ্রাম সোনা রয়েছে ফুয়াদ হালিমের। যার বাজারদর ১৮ লক্ষ ৯ হাজার টাকা। স্থাবর সম্পত্তি বলতে তাঁর একটি বাণিজ্যিক ভবন রয়েছে। যার বর্তমান দাম ৮৯ লক্ষ টাকা। স্ত্রীর সঙ্গে যৌথ
ফ্ল্যাটের দর ২০ লক্ষ ৫০ হাজার। বামেদের একাধিক প্রার্থীর মতোই কোটিপতি সায়রা হালিমও।