সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২১ বি বেকার স্ট্রিটের ঠিকানা বদলে টলিপাড়ায় শার্লক হোমস (Sherlock Holmes)? না। তবে বিশ্বসাহিত্যের এই জনপ্রিয় চরিত্রের অনুপ্রেরণায় এবার তৈরি হচ্ছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘সরলাক্ষ হোমস’ (Saralakkha Holmes)। মঙ্গলবার প্রকাশিত হল পোস্টার।
টলিউডে রহস্যসন্ধানী কম নেই। ফেলুদা, ব্যোমকেশ থেকে কাকাবাবু, শবর, সোনাদা— রহস্য ফাঁস করতে বাঙালি গোয়েন্দাদের জুড়ি মেলা ভার। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে সরলাক্ষ হোমসের নাম। বাংলায় সরলাক্ষ হোম আর তাঁর সঙ্গী বটুক সেনকে গল্প ফেঁদেছিলেন পরশুরাম রাজশেখর বসু। সরলাক্ষর আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ স্বাধীনভাবে রোজগারপাতি করার আশায় ছিল৷ সেই তাগিদে প্রথমে রাজজ্যোতিষীর চেম্বার খুলে বসে৷ তাতে বিশেষ সুবিধা না মিললে ডিটেকটিভ হওয়ার সাধ হয় সরলাক্ষর৷ তবে তাতেও লাভ বিশেষ হয়নি। শুধু শার্লক হোমসের অনুপ্রেরণায় পাওয়া ‘সরলাক্ষ হোম’ নামটি রয়ে যায়। সায়ন্তনের গল্পের চরিত্র এই সরলাক্ষ কিনা জানা যায়নি। তবে তা শার্লক হোমসের অনুপ্রেরণাতেই তৈরি।
[আরও পড়ুন: সাইড স্লিট গাউনে উন্মুক্ত উরু, দিওয়ালিতে উষ্ণতা ছড়িয়ে কী বার্তা অভিনেত্রী দেবলীনার?]
এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি তৈরি করছেন সায়ন্তন। যার পোস্টারের ক্যাপশনে লেখা, “কোনও কিছুই যায় না এড়িয়ে সরলাক্ষের চোখ; বাস্কারভিলের দৈত্য দিয়েই সূচনা না-হয় হোক।” অর্থাৎ আর্থার কোনান ডয়েলের ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’-এর প্রভাব সায়ন্তনের ছবিতে থাকবে। উল্লেখ্য এর আগে শার্লক হোমসের এই কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল বাংলা ছবি ‘জিঘাংসা’। যাতে মুখ্য ভূমিকায় ছিলেন বিকাশ রায়, মঞ্জু দেবী এবং কমল মিত্র।
সে যাই হোক সায়ন্তনের ‘সরলাক্ষ হোমস’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋষভ বসুকে (Rishav Basu)। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও শতাফ ফিগারকে। ছবি সম্পর্কে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন্তন জানান, শার্লক হোমসের অনুপ্রেরণায় সিনেমা তৈরি করা তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। একই ইচ্ছে ছিল প্রযোজক হিমাংশু ধানুকার। সারা বিশ্বে শার্লক হোমসের অ্যাডাপ্টেশন হয়, তাহলে বাংলায় নয় কেন? প্রশ্ন তোলেন পরিচালক। শার্লকের চরিত্রকে বাংলার দর্শকদের মতো করে সাজানো কঠিন চ্যালেঞ্জ ছিল পরিচালকের। তা তিনি বেশ ভালভাবেই করতে পেরেছেন বলে মনে করছেন।