shono
Advertisement
Pariahh 2

মৃত্যুরথে কালভৈরব! জন্মদিনে বিক্রমের উপহার 'পারিয়া ২'র ফার্স্টলুক, কী বার্তা তথাগতর?

মোশন পোস্টারে ধ্বংসলীলার আভাস দিয়েছেন পরিচালক।
Published By: Suparna MajumderPosted: 07:14 PM May 17, 2024Updated: 12:16 AM May 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের জন্মদিনে 'পারিয়া ২' তৈরির কথা ঘোষণা করেছিলেন। আর নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনে শেয়ার করলেন ছবির ফার্স্টলুক। আর তাতেই নতুন ধ্বংসলীলার আভাস দিয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "'ওদের' যারা কেড়েছে মাটি, কেড়েছে সবুজ - কেড়েছে 'ওদের' আকাশ, কালভৈরব মৃত্যুরথে, ধ্বংসহাতে- করবে তাদের বিনাশ।"

Advertisement

ছবি: ফেসবুক

শুক্রবার জীবনের নতুন বছরে পা রাখলেন বিক্রম। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। উপহার দিয়েছেন তথাগত। 'পারিয়া' টিমের পক্ষ থেকেই এই উপহার নায়ককে দিয়েছেন তিনি। নতুন এই ছবিতে 'রাইজ অফ কালভৈরব' দেখানো হবে। পোস্টারটি তৈরি করেছেন স্বর্ণাভ বেরা। আবহ রণজয় ভট্টাচার্যর। শব্দ পরিকল্পনা ও মিক্সিং সামলেছেন অদ্বীপ সিং মানকি ও তন্ময় সাহা। গ্রাফিক্স রজত দলুই ও রাতুল বোধকের।

[আরও পড়ুন: টালমাটাল জীবন থেকে অসম্পূর্ণ প্রেম, ‘অযোগ্য’র ট্রেলারে প্রসেন-পর্ণা-রক্তিমের জটিল রসায়ন]

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল 'পারিয়া'। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পায় ছবিটি। এবারের গল্পে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত লুব্ধক চরিত্রের ব্যাকস্টোরি দেখানো হবে। 'পারিয়া' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই নতুন গল্প শুরু হবে বলে খবর। এবার নর্থ-ইস্টের জঙ্গল ও প্রাণী জগৎও উঠে আসবে সিনেমার পর্দায়।

'পারিয়া'তে সারমেয় বন্ধুদের গল্প দেখানো হয়েছিল। এবার অন্যান্য প্রাণীজগতের অস্তিত্বের তীব্র লড়াই দেখা যাবে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কথায় "মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে। সেই সব প্রশ্ন তুলবে 'পারিয়া ২'। কুকুরের মতো অনান্য জীবজন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি থাকবে পারিয়ার এই ভাগে।"

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বক্তব্য, "পারিয়া ১-এর জন্য নিজের লুক পুরো পালটে ফেলেছিলাম। এবারে আরও খাটনি থাকবে। এবার যেহেতু দুটো টাইমলাইন থাকবে, একবার ওজন বাড়াতে হবে, একবার ওজন কমাতে হবে। খাওয়া-দাওয়ার পরিবর্তন ও প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে।" বিক্রম ছাড়াও নতুন এই ছবিতে থাকছেন অঙ্গনা রায়, দেবাশিস রায়, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ। খলনায়কের চরিত্রেও নাকি থাকবে চমক।

[আরও পড়ুন: উন্মুক্ত বক্ষবিভাজিকা, হাতে যেন প্রেম পেয়ালা, ‘বোল্ড’ মেজাজে গরমকে টেক্কা সায়ন্তনীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের জন্মদিনে 'পারিয়া ২' তৈরির কথা ঘোষণা করেছিলেন তথাগত মুখোপাধ্যায়।
  • নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনে শেয়ার করলেন ছবির ফার্স্টলুক।
Advertisement