সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। বোধনের প্রাতে ঘোষণা হল স্টারলিং রিজার্ভ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট ২০২২-এর সেরা ১২টি পুজোর নাম। শহরের প্রায় ৩০০টি পুজোর মধ্যে তালিকায় জায়গা করে নিয়েছে সেরা ১২টি পুজো। এর মধ্যে উত্তর থেকে শুরু করে দক্ষিণের বেশ কয়েকটি নামকরা পুজোও (Durga Puja 2022) রয়েছে। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই ১২টি পুজোর মধ্যে থেকেই।
একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন পুজো এই তালিকায় রয়েছে:
উত্তরের পুজো-
অর্জুনপুর আমরা সবাই ক্লাব: থিম- স্বকাল।
শিল্পী- ভবতোষ সুতার।
দমদম তরুণ দল: থিম- সিটি অফ জয়।
শিল্পী- প্রদীপ দাস।
টালা প্রত্যয়: থিম- ঋতি।
শিল্পী- সুশান্ত পাল।
নলিন সরকার স্ট্রিট সর্বজনীন: থিম- গর্ভধারিনী।
শিল্পী- মানস দাস।
কাশী বোস লেন দুর্গাপূজা সমিতি: থিম- মা।
শিল্পী- অদিতি চক্রবর্তী।
দক্ষিণের পুজো-
২৫ পল্লি ক্লাব: থিম- নিরন্তর।
শিল্পী- দীপ দাস ও ঈশিকা চন্দ্র।
চেতলা অগ্রণী ক্লাব: থিম- এবার ষোলো কলায় পূর্ণ।
শিল্পী-সুব্রত বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর ৭৫ পল্লি: থিম- ঐতিহ্য বেঁচে থাকুক।
শিল্পী- প্রশান্ত পাল।
বিবেকানন্দ পার্ক অ্য়াথলেটিক ক্লাব: থিম- ভিন্ন দৃষ্টিকোণ।
শিল্পী-সুশান্ত পাল।
নাকতলা উদয়ন সংঘ: থিম- মোটা কাপড়।
শিল্পী- প্রদীপ দাস।
সন্তোষপুর লেকপল্লি: থিম- দ্য লিভিং ইমেজ।
শিল্পী- অভিজিৎ ঘটক।
রাজডাঙা নবউদয় সংঘ: থিম- অশনি সংকেত
শিল্পী- মলয় শুভময়।
এই পুজোগুলিতেই মহাষষ্ঠী অর্থাৎ আজ রাতে পরিদর্শনে যাবেন তারকা বিচারকরা। এরপর সপ্তমীর সকালে তাঁদের বিচারের ভিত্তিতে ঘোষণা করা হবে শহরের সেরা পাঁচটি পুজোর নাম। এছাড়াও জানানো হবে সেরা প্রতিমা এবং সেরা আইডিয়ার পুরস্কার কারা পাবে, সেই নামও।