সুপর্ণা মজুমদার: রিমেক নয়, নতুন গল্প নিয়ে তৈরি হইচই ওয়েব প্ল্যাটফর্মের ‘হ্যালো রিমেম্বার মি’ (Hello Remember Me) সিরিজ। যাতে রয়েছে ভালবাসার জটিল খেলা। সেই খেলায় মুখোমুখি পায়েল সরকার (Paayel Sarkar) ও ইশা সাহা (Ishaa Saha)। দু’জনের চরিত্রকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিরিজের আটটি এপিসোডের কাহিনি।
অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় সিরিজে মালিনী ওরফে মিলির ভূমিকায় অভিনয় করেছেন ইশা। পায়েলকে রয়েছেন তরীর ভূমিকায়। স্বামী আবিরের (সৌরভ চক্রবর্তী) সঙ্গে পাহাড়ে গিয়েছিল অন্তঃসত্ত্বা মিলি। সঙ্গে ছিল শাশুড়ি লাবণী সরকার ও ননদ। আচমকা সেখানে তরীর সঙ্গে দেখা হয়। কে তরী? মালিনীর প্রাক্তন প্রেমিকা। যাঁর সঙ্গে সে প্রায় তিন বছর লিভ-ইন সম্পর্কে ছিল। পুরনো প্রেম ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে তরী। প্রাক্তন প্রেমিকার পিছু নিয়ে সে চলে আসে কলকাতা। আবিরের কাছ থেকে কাজ শেখার অজুহাতে মালিনীরই শশুরবাড়িতে গিয়ে ওঠে তরী। এরপরই শুরু হয় সম্পর্কের লুকোচুরি খেলা।
[আরও পড়ুন: সেরা ১০ ভারতীয় ছবির তালিকায় শীর্ষে সত্যজিতের ‘পথের পাঁচালী’, দ্বিতীয় ও তৃতীয়তে ঋত্বিক-মৃণাল]
গল্পের জটিলতার কারণেই পথ হারিয়েছে ‘হ্যালো রিমেম্বার মি’। ইশা ভাল অভিনেত্রী। তবে মালিনীর ভূমিকায় তাঁর অভিনয়ে কেবল ভয়ের অনুভূতিই দেখা গেল। অভ্যন্তরীণ টানাপোড়েনের আঁচ তেমন পেলাম না। তরীর ভূমিকায় পায়েলের চরিত্রের যন্ত্রণা এ দর্শকের মন ছুঁতে পারল না।
সিরিজে মালিনীর শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন লাবণী সরকার। তাঁর জায়ের ভূমিকায় রয়েছেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এই দুই চরিত্রের মধ্যেও সমকামী সম্পর্কের আভাস দেওয়া হয়েছে। তাতেই সিরিজ দেখার উৎসাহ অনেকটা হারিয়ে যায়। সম্পর্কের চোরাবালিতেই যেন সিরিজের যাবতীর সাসপেন্স হারিয়ে গিয়েছে। শেষ এপিসোডে কাহিনি অবশ্য শেষ হয়নি। তাতে নতুন মরশুমের ইঙ্গিত দেওয়া হয়েছে। আশা করা যায়, নতুন মরশুমে ‘হ্যালো রিমেম্বার মি’র কাহিনি নতুন গতি পাবে।
ওয়েব সিরিজ – হ্যালো রিমেম্বার মি
অভিনয়ে – পায়েল সরকার, ইশা সাহা, সৌরভ চক্রবর্তী, লাবণী সরকার, পুষ্পিতা মুখোপাধ্যায়
পরিচালনায় – অভিমন্যু মুখোপাধ্যায়