সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনায় তেমন ভাল নয়। তবে টেনিদা বিখ্যাত খাঁড়ার মত নাক আর গড়ের মাঠে গোরা পেটানোর জন্য। এক নিমেষে খাবার সাবাড় করে দিতে পারে টেনিদা। প্যালা, ক্যাবলা, হাবুল অবাক হয়ে তাকিয়ে থাকে। পটলডাঙার এই চারমূর্তি ফিরছে বড়পর্দায়। সায়ন্তন ঘোষালেন পরিচালনায় তৈরি ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’ (Teni Da And Company)। ছবির ফার্স্টলুক পোস্টার আগেই প্রকাশ্যে এসেছে। সোমবার প্রকাশ করা হল ট্রেলার।
গরমের ছুটিতেই বড়পর্দায় ফিরছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টিকে বর্তমান সময়ের প্রেক্ষিতে সাজিয়েছেন সায়ন্তন। ট্রেলার শুরু হয় বটকেষ্ট স্মৃতি চ্যালেঞ্জ কাপ দিয়ে। যাতে মুখোমুখি পটল ডাঙা থান্ডার ক্লাব ও চোরবাগান টাইগার্স। এই ম্যাচের মাধ্যমেই চারমূর্তির সঙ্গে হয় পরিচয়।
[আরও পড়ুন: গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে ঋতুপর্ণা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?]
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিতে টেনিদা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ক্যাবলার ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। প্যালারাম হয়েছেন সৌমেন্দ্র ভট্টাচার্য। আর হাবুল হিসেবে দেখা যাবে সৌরভ সাহাকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ, মিঠু চক্রবর্তী।
১৯ মে সিনেমা হলে মুক্তি পাবে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। অর্থাৎ গরমের ছুটিতে এবার চুটিয়ে হাসতে হবে দর্শকদের। ছবির জন্য কাহিনির পুনর্নির্মাণ করেছেন সৌগত বসু। তিনিই চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। প্রিয়া ও প্রান্তিকের কথায় গানের সুর সাজিয়েছেন মিমো। আবহ সায়ন গঙ্গোপাধ্যায়ের। আর চিত্রগ্রাহক রম্যদীপ সাহা।
১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘চারমূর্তি’ সিনেমায় টেনিদার ভূমিকায় করেছিলেন চিন্ময় রায়। পরবর্তী কালে আবার চিন্ময় রায় নিজের পরিচালনায় ‘টেনিদা’ তৈরি করেন। সেখানে জনপ্রিয় এই চরিত্রে দেখা যায় শুভাশিস মুখোপাধ্যায়কে। এবার এই জুতোয় পা গলালেন কাঞ্চন মল্লিক। দর্শকদের জন্য হাসির রোলার কোস্টার রাইড নিয়ে আসার আভাস দিয়েছেন তিনি।