সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) ভেন্যু নিয়ে বিতর্ক কম হয়নি। এসিসি-র বৈঠকে জয় শাহ প্রস্তাব পেশ করেন, ভারতের সব ম্যাচ যেন সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) মনে করছেন, ২০২৩ সালের এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাওয়াই উচিত নয় ভারতের। সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভাজ্জি বলেছেন, ”পাকিস্তানে যাওয়া ভারতের উচিত নয়। কারণ পাকিস্তান মোটেও নিরাপদ নয়। নিজের দেশের মানুষই যখন পাকিস্তানে নিরাপদ নয়, তখন ঝুঁকি নিয়ে যাওয়ার প্রয়োজন কোথায়?”
শুধু এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে ভারতের যাওয়া উচিত কিনা, তা নিয়ে মন্তব্য করে চুপ থাকেননি হরভজন। ভারতের প্রাক্তন অফ স্পিনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গে বলেন, ”ভারতীয় দল মাঠে নামলে আমরা জয়ের স্বপ্ন দেখি। এবারও আশা রাখি ভারতীয় দল জিতে ফিরবে। আমাদের আশা এবার রেজাল্ট বদলাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে ভারত। বিরাট কোহলি ভাল ফর্মে রয়েছে। সেঞ্চুরি পাবে বিরাট। ভারত যদি চারশো রান করে তাহলে বিপক্ষের উইকেট তোলার মতো বোলার রয়েছে দলে।”
[আরও পড়ুন: ‘ওদের তো ঘরে গিয়েই হারিয়েছি, এখানে ভয় কীসের’, অস্ট্রেলিয়াকে হারানোর পর বলছেন শামি ]
গতবার নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনের অবিশ্বাস্য পারফরম্যান্স ভারতীয় ব্যাটারদের বিধ্বস্ত করে দেয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিততে পারেনি ভারত। এবার অবশ্য প্রতিপক্ষও ভিন্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে রোহিত শর্মার ভারত। জশপ্রীত বুমরাহকে ছাড়াই খেলতে নামতে হবে ভারতীয় দলকে। বুমরাহর অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিংয়ে রক্তাল্পতা বলে মনে করেন না ভাজ্জি। তিনি বলছেন, ”জশপ্রীত বুমরাহর অভাব অনুভূত হবে। কিন্তু আমাদের দলে রয়েছে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরের মতো বোলার রয়েছে। টেস্ট ফরম্যাটে ওরা ভাল পারফর্ম করেছে। ভারতের তৃতীয় বোলারের দরকার। উমেশ যাদব রয়েছে। ফলে আমাদের বোলিং শক্তি ভাল। জাদেজা ও অশ্বিন খেলার মধ্যেই রয়েছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে একজন স্পিনার। আমাদের হাতে বুমরাহ নেই ঠিকই তবে শামি জ্বলে উঠবে।”
[আরও পড়ুন: গেইল ও এবি’র জার্সি কাউকে দেবে না আরসিবি, হল অফ ফেমে দুই তারকা ]