shono
Advertisement

জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা

কংগ্রেসকেই কি নিশানা করলেন? উঠছে প্রশ্ন। The post জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:27 PM Jul 15, 2018Updated: 12:57 PM Jul 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রীর পদে বসার দেড় মাসের মধ্যেই কি মোহভঙ্গ হল জেডিএস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর? বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এই প্রশ্ন৷ কারণ, প্রথমে কংগ্রেসের সঙ্গে জোট, তাপর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে গতকাল থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী যা যা মন্তব্যে করেছেন তারপর এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক মহল৷

Advertisement

[বিতর্কের মাঝে ‘সেক্রেড গেম’ ইস্যুতে মুখ খুললেন রাহুল গান্ধী]

কী বলেছেন কুমারস্বামী? গতকাল দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সমর্থকদের সামনে মনের গভীরে জমে থাকা ক্ষোভ ও কষ্টের বিস্ফোরণ ঘটান তিনি৷ অশ্রু ভেজা চোখে বলেন, তাঁকে মুখ্যমন্ত্রীর কুরসিতে দেখে সমর্থকরা খুশি হলেও তিনি নন৷ কারণ সর্বদা একটা অপরাধ বোধ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাঁকে৷ তিনি ভাবছেন, একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েই বা সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত না লাভ করেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে হয়েছে৷ এখানেই থেমে যাননি ‘আন্না’৷ জানিয়েছেন, জোট করে মুখ্যমন্ত্রীর হওয়ার বিষয়টি তাঁর সমগ্র শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকেই৷ গুঞ্জন শুরু হয়েছে, তবে কি কংগ্রেসর সঙ্গে জোটে খুশী নন, জেডিএস নেতা? নাম না করে কি কংগ্রেসকেই নিশানা করলেন তিনি? যদিও বিষয়টি নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ভগবানের আশীর্বাদ মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি৷ ফলে ভগবান যতদিন চাইবেন ততদিন তিনি ওই চেয়ারে বসে থাকবেন৷ না চাইলে, কয়েক মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন৷

[বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ বিএসএফ জওয়ানের, অপমানে আত্মঘাতী নির্যাতিতা]

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই কর্ণাটকের কৃষকদের ঋণ মকুব করেছেন কুমারস্বামী৷ রাজ্যের গরিব মানুষদের জন্য চালু করেছেন ‘আন্না ভাগ্য প্রকল্প’৷ যাতে প্রতিমাসে দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলি ৫ কিলোগ্রাম করে চাল পায়৷ কিন্তু এখানেও পিছু ছাড়েনি বিতর্ক৷ সেই নিচু তলা থেকেই দাবি উঠেছে ৫ কিলোগ্রামের বদলে ৭ কিলোগ্রাম করে চাল দেওয়ার৷ যা কার্যত মানতে নারাজ সরকার৷ এই নিয়ে সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে “Kumaraswamy is not my CM” লেখা বার্তা৷ এই প্রসঙ্গ তুলে গতকাল নিজের মনের ক্ষেদ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া পুত্র৷ বলেন, মানুষের জন্য কাজ করে বাবার স্বপ্ন সত্যি করার জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতার লোভে নন৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে তিনি বুঝতে পেরেছেন রাজ্যের মানুষ তাঁকে ভরসা করেন না৷ সূত্রের খবর, কেবল মনের ক্ষেদের বহিঃপ্রকাশই করেননি মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ এমনকি অনুষ্ঠানে সংবর্ধনা টুকুই গ্রহণ করেননি তিনি৷

The post জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement