shono
Advertisement

বিমানবন্দরে নাশকতার আশঙ্কা, জারি সতর্কতা

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল লাল সতর্কতা The post বিমানবন্দরে নাশকতার আশঙ্কা, জারি সতর্কতা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:46 PM Jan 11, 2017Updated: 03:16 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল চূড়ান্ত সতর্কতা৷ স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর৷ জঙ্গিরা বিমান অপহরণ ও বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন গোয়েন্দারা৷

Advertisement

সতর্কতা জারি হওয়ার পর দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তোলা হয়েছে৷ বিমানবন্দরগুলিতে রাখা হয়েছে বোমা খোঁজার ও নিষ্ক্রিয় করার বিশেষ সরঞ্জাম৷ বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীদের সংখ্যাও৷ রাজধানী দিল্লি থেকে যে সমস্ত বিমান চলাচল করে সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ সন্ত্রাসবাদীরা কম্পিউটার, সুগন্ধি দ্রব্যের মধ্যে বোমা লুকিয়ে রেখে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা, জৈশ-এ-মহম্মদের মত জঙ্গি সংগঠনগুলি এই নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

The post বিমানবন্দরে নাশকতার আশঙ্কা, জারি সতর্কতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement