shono
Advertisement

মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয়র গ্রেফতারি পরোয়ানায় ছয় সপ্তাহের অন্তর্বতী স্থগিতাদেশ। The post মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:58 AM Mar 20, 2017Updated: 07:09 PM Jan 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলনেত্রী মহুয়া মৈত্রর প্রতি বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। শনিবার বিচারপতি জয়মাল্য বাগচি প্রবীণ বিজেপি নেতাদের প্রসঙ্গ টেনে বাবুলকে তিরস্কার করেন।

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির সাংসদ হিসাবে ভূমিকা এবং আচরণের উল্লেখ করে বিচারপতি বলেন, “মহিলাদের প্রতি বাজপেয়ি যে আচরণ করতেন, সে তুলনায় বর্তমান সাংসদের আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিকর৷” একটি টিভি চ্যানেলের টক-শোয়ে মাস তিনেক আগে নদিয়ার করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রের উদ্দেশে একটি আপত্তিকর মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এরপরই মহুয়া কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নিউ আলিপুর থানায় এফআইআর দায়ের করেন৷

পুলিশ দু’দফায় সেই এফআইআরের ভিত্তিতে ডেকে পাঠালেও হাজির হননি কেন্দ্রীয় মন্ত্রী৷ এরপর আলিপুর আদালতের দ্বারস্থ হয় কলকাতা পুলিশ৷ সেই এফআইআরের ভিত্তিতে এরপরই আলিপুর আদালতের বিচারক বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ এদিন নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে আবেদন করেন কেন্দ্রীয় মন্ত্রীর আইনজীবী৷ মামলার রায় দিতে গিয়ে বিচারক জয়মাল্য বাগচি জানিয়ে দেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে পুলিশ কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না৷

The post মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement