shono
Advertisement
Tejas

তেজস সরবরাহে HAL-এর গড়িমসি, বায়ুসেনা প্রধানের তোপের পর গলদ খুঁজতে বিশেষ কমিটি কেন্দ্রের

একমাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ওই কমিটিকে।
Published By: Amit Kumar DasPosted: 01:52 PM Feb 24, 2025Updated: 01:52 PM Feb 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (LCA) Mk-1A যুদ্ধবিমান সরবরাহে দেরির কারণে সমস্যায় বায়ুসেনা। লাগাতার এই সমস্যার জেরে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। যুদ্ধবিমান উৎপাদনে কেন দেরি হচ্ছে 'হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড' বা 'হ্যাল'-এর তা খতিয়ে দেখতে গঠিত হল ৫ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি। সম্প্রতি এই ইস্যুতে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বায়ুসেনা প্রধান কে পি সিং। এরপরই পরিস্থিতি সামাল দিতে তৎপর হল প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

দেশের বায়ুসেনায় ফাইটার স্কোয়াড্রেন ফাঁকা। সেই শূন্যস্থান ভরাট করতে ২০১০ সালে ৪০টি তেজস মার্ক-১ সিরিজের যুদ্ধবিমান সরবরাহের বরাত দিয়েছিল বায়ুসেনা। যার মধ্যে ৩৬টি সরবরাহ করা হলেও এখনও ৪টি বাকি। পরে ২০২১ সালে ৮৩টি (LCA) Mk-1A যুদ্ধবিমানের জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সেই বিমান সরবরাহ হয়নি। এই ঘটনায় প্রকাশ্যে হ্যাল-এর দিকে আঙুল তুলেছিলেন বায়ুসেনা প্রধান কে পি সিং। বলেন, "এই মুহূর্তে হ্যালের উপর আমাদের বিন্দুমাত্র ভরসা নেই। বিষয়টা অত্যন্ত দুঃখজনক হলেও এটাই সত্য। আমাদের প্রয়োজন মেটানো ও নিজেদের বিশ্বাসযোগ্যতা ফেরানোর দায় ওই সংস্থার নিজের। আমাদের যাতে বিশ্বাস ফেরে সেই উদ্যোগ নেওয়া উচিত সংস্থার।” পালটা হ্যালের তরফে জানানো হয়, "আন্তর্জাতিক ক্ষেত্রে নানা নিষেধাজ্ঞার জেরে বহু বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের। ফলে এই বিলম্বের আলস্য বলে দাগিয়ে দিতে পারেন না আপনি।” দুই তরফের এই বাকযুদ্ধের মাঝেই এবার মাঠে নামল দেশের প্রতিরক্ষা মন্ত্রক।

টালমাটাল এই পরিস্থিতির মাঝেই হ্যালের সমস্যা খুঁজতে মাঠে নামল প্রতিরক্ষা মন্ত্রক। দেরির কারণ খুঁজতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এঁদের কাজ হবে হ্যালের সমস্যাগুলি চিহ্নিত করা। এবং কীভাবে উৎপাদনের গতিকে ত্বরান্বিত করা যায় তার সুপারিস করা। সমস্যা ও সমাধানের পথ বাতলে দিতে এক মাসের সময় দেওয়া হয়েছে এই কমিটিকে। একইসঙ্গে উৎপাদনের গতি বাড়াতে হ্যালে বেসরকারি বিনিয়োগের বিষয়টিও ভাবনাচিন্তা করে দেখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (LCA) Mk-1A যুদ্ধবিমান সরবরাহে দেরির কারণে সমস্যায় বায়ুসেনা।
  • লাগাতার এই সমস্যার জেরে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার।
  • বিলম্বের কারণ খতিয়ে দেখতে গঠিত হল ৫ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি।
Advertisement