shono
Advertisement

Breaking News

Dominican Republic

নাইটক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে, মৃত ৭৯

এখনও শতাধিক মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে।
Published By: Amit Kumar DasPosted: 09:08 AM Apr 09, 2025Updated: 09:08 AM Apr 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৬০ জন। সূত্রের খবর, মৃতের তালিকায় রয়েছে দেশের জনপ্রিয় বেশবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল-সহ আরও একাধিক ভিভিআইপি।

Advertisement

ডোমেনিকান রিপাবলিকের সেন্ট ডোমিঙ্গো শহরের জনপ্রিয় এই নাইট ক্লাবের নাম সেট জেট। মঙ্গলবার সকালে এখানে রাবি পারেন নামে জনপ্রিয় এক সঙ্গীত শিল্পীর গানের কনসার্ট বসেছিল। শয়ে শয়ে মানুষ উপস্থিত হয়েছিলেন সেই কনসার্ট শুনতে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নাইট ক্লাবের ছাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশিরভাগ মানুষ। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল ও উদ্ধারকারী দল। জানা গিয়েছে, দুর্ঘটনার পর এখনও পর্যন্ত ৭৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও শতাধিক মানুষ আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাঁদের অনেকেই জীবিত রয়েছেন বলে আশা করে হচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬০ জনকে।

উদ্ধারকারী দলের প্রধান জুয়ান মেনুয়েল মেন্ডেজ বলেন, 'প্রায় ৪০০ জন উদ্ধারকারী সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বহু মানুষ এখনও ভিতরে আটকে রয়েছেন। ওই ধ্বংসস্তূপ থেকে শেষ মানুষটিকে উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না।' তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ১২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ড্রিল মেশিন ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা।

এদিকে জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডোমিনিকান রিপাবলিকের মন্টেক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজোর। তিনি দেশের স্বনামধন্য প্রাক্তন বেসবল তারকা নেলসন ক্রুজোর বোন। নেলসিই দুর্ঘটনার পর ভিতরে আটকে থেকেই খোদ রাষ্ট্রপতিকে ফোন করে জানিয়েছিলেন তিনি তাঁর দুর্দশার কথা। তাঁকে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গানের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে ছাদ। তারপরই সব অন্ধকার হয়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে। সরকারের তরফে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাইট ক্লাবের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ডোমিনিকান রিপাবলিকে।
  • এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
  • আহত হয়েছেন আরও ১৬০ জন।
Advertisement