-
- ফটো গ্যালারি
- Highest railway bridge in the world golden joint of chenab bridge in jammu and kashmir
ভূস্বর্গের শোভা বাড়াল 'গোল্ডেন জয়েন্ট', কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর তৈরি বিশ্বের উচ্চতম রেলসেতু
'আজাদি কা অমৃত মহোৎসবে' উপত্যকাবাসীর উপহার।
Tap to expand
ভূস্বর্গের অপরিসীম সৌন্দর্য। প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। তার সঙ্গে জুড়েছে মানব সভ্যতার অগ্রগতি। প্রাকৃতিক সৌন্দর্যকে অটুট রেখে মানুষের সুবিধার্থে চন্দ্রভাগা নদীর উপর তৈরি হল বিশ্বের উচ্চতম রেলসেতু!
Tap to expand
বলা হচ্ছে, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার উঁচুতে দুই পাহাড়কে জুড়ল লোহার 'আর্ক'। পেরলেই উপত্যকার সৌন্দর্যের মাঝে এসে পড়বেন আপনি।
Tap to expand
কাজ সহজ ছিল না মোটেও। ২০০৪ সাল থেকে সেতু তৈরি করে রেললাইন বসানোর কাজে ঝুুঁকিও ছিল ঢের। সমস্ত অতিক্রম করে তৈরি হল ইতিহাস। শনিবার তা চালু হয়ে গেল।
Tap to expand
উচ্চপ্রযুক্তির সমস্ত যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে এই কাজে। রেলযাত্রীদের সুরক্ষার কথাও মাথায় রাখতে হয়েছে নির্মাণকর্মীদের। তাই সেতুর আকার অনুভূমিকের বদলে অর্ধচক্রাকার।
Tap to expand
স্বাধীনতার ৭৫ বছরে 'ভারত আবার জগৎসভায়' উচ্চ আসনে বসল। কারণ, চন্দ্রভাগার উপর নির্মিত রেলসেতুটিই বিশ্বের উচ্চতম। তাই সেতুর উদ্বোধনের পরই উড়ল তেরঙ্গা।
Tap to expand
'আজাদি কা অমৃত মহোৎসবে' উপত্যকাবাসীর কাছে এর চেয়ে ভাল প্রাপ্তি আর কী-ই বা হতে পারে? ভূস্বর্গের এই সেতুর স্থান হল বিশ্ব ইতিহাসের পাতায়।
Published By: Sucheta SenguptaPosted: 08:40 PM Aug 13, 2022Updated: 08:40 PM Aug 13, 2022
'আজাদি কা অমৃত মহোৎসবে' উপত্যকাবাসীর উপহার।