সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন শেষ। রীতিমতো সপ্তমে করোনা সংক্রমণের গতি। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজারের কাছাকাছি মানুষ। সংক্রমণের নিরিখে ইটালিকে টপকে বিশ্বে ষষ্ট স্থানে উঠে গিয়েছে ভারত। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে।
স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। শুক্রবারই নতুন করে করোনা সংক্রমণের রেকর্ড গড়ে ভারত। গতকাল নতুন করে আক্রান্ত হন ৯ হাজার ৮৫১ জন। শনিবার সেই রেকর্ডও ভেঙে গেল। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে এখনও চিকিৎসাধীন ১ লক্ষ ১৫ হাজার ৯৪২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৭৩ জন। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মৃত্যু হয়েছে ২৯৪ জন করোনা আক্রান্তের। এই সংখ্যাটাও এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬ হাজার ৬৪২ জনের।
[আরও পড়ুন: একহাতে বন্দুক ও অন্যহাতে দুধের প্যাকেট, শিশুর খাবার পৌঁছে দিয়ে ‘হিরো’ আরপিএফ জওয়ান]
মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ইটালিকে টপকে ষষ্ঠ স্থানে পৌঁছে গেল ভারত। আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইটালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৫৩১ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের উপরে রয়েছে ব্রিটেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজারের কাছাকাছি। ভারতের উদ্বেগ আরও বাড়াচ্ছে সংক্রমণের গতি। প্রতিদিন সংক্রমণ বৃদ্ধির নিরিখে ভারত এখন তৃতীয় স্থানে। গোটা বিশ্বে মৃতের সংখ্যার নিরিখে ভারত দ্বাদশ স্থানে। তবে, এসব আতঙ্কের মধ্যে স্বস্তির খবর দেশের সুস্থতার হার। সুস্থতার বিচারে ভারত রয়েছে বিশ্বে অষ্টম স্থানে।
The post ফের একদিনে রেকর্ড বৃদ্ধি, করোনা সংক্রমণের নিরিখে ইটালিকে টপকে গেল ভারত appeared first on Sangbad Pratidin.