shono
Advertisement

বছরে কতবার প্রজনন করে ইলিশ? রুপোলি ফসলের জীবনরহস্য আবিষ্কার বাংলাদেশের

মানুষের কোষের প্রায় এক চতুর্থাংশ কোষ রয়েছে ইলিশের দেহে৷ The post বছরে কতবার প্রজনন করে ইলিশ? রুপোলি ফসলের জীবনরহস্য আবিষ্কার বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:59 PM Sep 08, 2018Updated: 08:03 AM Sep 09, 2018

সুকুমার সরকার, ঢাকা: অবশেষে আবিষ্কার হল ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য৷ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মহম্মদ সামছুল আলমের নেতৃত্বে শনিবার একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে৷ টানা দু’বছর গবেষণার পর ইলিশের জীবন রহস্যের হদিস পাওয়া গিয়েছে বলে এদিন গবেষণাপত্রে দাবি করেন আলম৷

Advertisement

[ভোটারদের মন পেতে নির্বাচনী ট্রেন যাত্রা আওয়ামি লিগের]

কীভাবে চলল সন্ধান? জানা গিয়েছে, প্রথমে বঙ্গোপসাগরের মোহনা থেকে পূর্ণবয়স্ক ইলিশ মাছ সংগ্রহ করেন তাঁরা৷ এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিস জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি ও পোল্ট্রি বায়োটেকনোলজি অ্যান্ড জিনোমি ল্যাবরেটরি থেকে সংগৃহীত ইলিশের ডিএনএ প্রস্তুত করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের জিনউইজ জিনোম সিকোয়েন্সিং সেন্টারে সংগৃহীত ইলিশের ডিএনএ’র পরীক্ষা করা হয়৷ এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার কম্পিউটারে বিভিন্ন বায়োইনফরম্যাটিক্স প্রোগ্রাম ব্যবহার করে সংগৃহীত প্রাথমিক তথ্য থেকে ইলিশের জীবনহস্য আবিষ্কার করা হয়৷

[সংঘর্ষে খতম মুক্তমনা বাচ্চু হত্যায় জড়িত দুই জঙ্গি]

গবেষক জানান, ইলিশের ৭৬ লাখ ৮০ হাজার নিউক্লিওটাইড রয়েছে৷ যা মানুষের কোষের প্রায় এক চতুর্থাংশ৷ তবে প্রজননের আগে পূর্ণাঙ্গ সামুদ্রিক ইলিশের কোষের সংখ্যা জানার কাজ এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি৷ বর্তমানে ইলিশের পূর্ণাঙ্গ ডিএনএ সিকোয়েন্স জানার মাধ্যমে অসংখ্য অজানা প্রশ্নের উত্তর জানা যাবে খুব সহজেই৷

[২৫ হাজার টাকা ফেললেই মিলছে ১ লক্ষের কড়কড়ে নোট! ]

এদিনের এই গবেষণায় জানানো হয়েছে, বছরে দু’বার ইলিশ প্রজনন করে থাকে। এই দুই সময়ের ইলিশের জীবনচক্রে কোনও পার্থক্য থাকে কি না, তাও জানতে শুরু হয়েছে নয়া গবেষণা৷ এমনকী কোনও নির্দিষ্ট নদীতে জন্ম নেওয়া খোক ইলিশ সাগরে ফিরে যাওয়ার পর প্রজননের জন্য ফের একই নদীতেই ফিরে আসে কি না সেসব তথ্যও জানা যাবে এই নয়া গবেষণায়৷

[নিরাপত্তার খাতিরেই কারাগারে বিচার খালেদার, দাবি আইনমন্ত্রীর ]

The post বছরে কতবার প্রজনন করে ইলিশ? রুপোলি ফসলের জীবনরহস্য আবিষ্কার বাংলাদেশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement