সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। তাঁর কথায়, লাভ জেহাদের জেরেই এই ঘটনা। গত সোমবার উত্তর-পূর্বের রাজ্যটিতে স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে খুনের পর ন’মাসের ছেলেকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন নাজিবুর রহমান বোরা নামের এক যুবক।
বুধবার অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা জানান, গোলাঘাটের খুনের ঘটনা ‘লাভ জেহাদের’ ফল। তিনি আশ্বাস দিয়েছেন পনেরো দিনের মধ্যে চার্জশিট ফাইল করা হবে। এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি জানান, “মেয়েটি হিন্দু পরিবারের। অভিযুক্ত মুসলমান। সে নিজের পরিচয় গোপন করে মেয়েটির সঙ্গে সম্পর্ক তৈরি করে। শুধু তাই নয় ছেলেটি মাদকাসক্ত। মেয়েটিকেও সে মাদক নিতে বাধ্য করেছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”
[আরও পড়ুন: অসমে লাভ জেহাদের নিশানায় বাঙালি তরুণীরা! গোলাঘাট হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি]
গত সোমবারের এই হত্যাকাণ্ডে ছড়াচ্ছে চাঞ্চল্য। ক্রমেই জোড়াল হচ্ছে ‘লাভ জেহাদের’ অভিযোগ। গতকালই এই হত্যাকাণ্ডে ‘লাভ জেহাদ’ নিয়ে সুর চড়িয়েছিলেন ‘সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশন’ সভাপতি দীপক দে।
উল্লেখ্য, গত সোমবার গোলাঘাটে খুন হন সঙ্ঘমিত্রা ঘোষ, তাঁর মা জুনু ঘোষ ও বাবা সঞ্জীব ঘোষ। ভয়াবহ হত্যাকাণ্ডে পরিবারের প্রায় সকলকে হারিয়ে অথৈ জলে পড়েছেন সঙ্ঘমিত্রার বোন অঙ্কিতা ঘোষ ও তাঁর দিদির ৯ মাসের সন্তান। এহেন পরিস্থিতিতে অঙ্কিতার পাশে দাঁড়িয়েছেন অসমের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। মাতৃহারা শিশুটি আপাতত রয়েছে চাইল্ড কেয়ারে।