shono
Advertisement

‘মেয়েকে যুদ্ধে পাঠান’, প্যালেস্টাইনের পক্ষ নেওয়ায় পওয়ারকে তীব্র কটাক্ষ হিমন্তের

প্যালেস্টাইনের ভূখণ্ড দখল করেছে ইজরায়েল, মন্তব্য করেছেন পওয়ার।
Posted: 09:35 AM Oct 19, 2023Updated: 09:59 AM Oct 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘর্ষে প্যালেস্টাইনের (Palestine) পক্ষে বিবৃতি দেওয়ায় এনসিপি (NCP) প্রধান শরদ পওয়ারকে (Sharad Pawar) নজিরবিহীন আক্রমণ করলেন অসমের বিজেপি (BJP) নেতা তথ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (CM Himanta Biswa Sarma)। তিনি মন্তব্য করেন, “আমার মনে হয় পওয়ার তাঁর মেয়ে সুপ্রিয়াকে হামাসের হয়ে যুদ্ধ করতে গাজায় পাঠাবেন।”

Advertisement

গত সপ্তাহে হামাসের হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের পাশে থাকার বার্তা দেন। পরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনেও জানান, খারাপ সময়ে ভারত পাশে আছে। সম্প্রতি মোদির সমালোচনায় সরব হন এনসিপি প্রধান। পওয়ার বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা সকলেই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছেন।” মোদির ইজরায়েলের পক্ষ নেওয়া “দুর্ভাগ্যজনক”। আরও বলেন, “গোটা ভূখণ্ডই প্যালেস্টাইনের,যা দখল করেছে ইজরায়েল। এলাকা, জমি, বাড়ি.. সবকিছু প্যালেস্টাইনের। পরবর্তীকালে ইজরায়েল কবজা করেছে। তারা বহিরাগত।”

[আরও পড়ুন: ক্ষিপ্ত হাতির হানায় মৃত দুই বৃদ্ধ, পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর]

পওয়ারের এই মন্তব্য একেবারেই পছন্দ হয়নি গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মতে ইজরায়েল জঙ্গি হামলার নিয়ে “অযৌক্তিক বক্তব্য” পেশ করেছেন এনসিপি প্রধান। এর পরেই হিমন্ত নিজের ভঙ্গিতে কটাক্ষ করেন, “আমার মনে হয়, মেয়ে সুপ্রিয়াকে হামাসের হয়ে যুদ্ধ করতে গাজায় পাঠাবেন শরদ পওয়ার।” উল্লেখ্য, যুদ্ধে ইজরায়েলের পক্ষ নিলেও গাজায় হাসপাতালে হামলার ঘটনায় বুধবার নিন্দা করেছেন মোদি।

[আরও পড়ুন: ‘কোনও অশুভ শক্তি কেশাগ্র স্পর্শ করতে পারবে না’, কেন্দ্রীয় এজেন্সির ‘হানা’ নিয়ে তোপ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement