সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে তিলক (Tilak) কেটে হিন্দু পড়ুয়ার ক্লাসে হাজির হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলার এক সরকারি স্কুল। সেখানকার চোমা গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। যার কেন্দ্রে রয়েছে কপালে তিলক কেটে ক্লাসে আসা নিয়ে তৈরি হওয়া বিতর্ক।
ঠিক কী হয়েছিল? শুভম রাজপুত নামে একাদশ শ্রেণির এক পড়ুয়া কপালে তিলক কেটে ক্লাসে হাজির হয়। অভিযোগ, এরপরই কয়েকজন মুসলিম ছাত্র তাকে হুমকি দিতে থাকে। ক্রমে উত্তেজনার পারদ চড়ে। স্কুলের বাইরে জড়ো হন দুই সম্প্রদায়ের প্রায় ৫০০ মানুষ। শুভমের অভিভাবকরা এফআইআর দায়ের করেছেন। গ্রামে মোতায়েন রয়েছেন বহু সংখ্যক পুলিশ কর্মী।
[আরও পড়ুন: স্পাইডারম্যান যখন তবলাবাদক! নেটিজেনদের মন জয় করলেন মার্বেল হিরো, ভিডিও ভাইরাল]
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তিলক পরে স্কুলে আসা নিয়ে সমস্যা তৈরি হয়েছে রাজস্থানের আলওয়ারে। এক হিন্দু পড়ুয়ার তিলক পরা নিয়ে আপত্তি তোলে মুসলিম পড়ুয়ারা। পরের দিনই কয়েকজন হিন্দু ছাত্র তিলক পরে স্কুলে হাজির হয়। বিষয়টা গড়ায় অধ্যক্ষ পর্যন্ত। এরপরই বৃহস্পতিবার শুভম নাম্নী পড়ুয়ার তিলক পরে স্কুলে আসা নিয়ে অশান্তি চরমে পৌঁছয়।