shono
Advertisement
Farah Khan Holi Row

'মোদিও হোলি খেলেন, উনি ছাপড়ি? সনাতন ধর্মের অপমান, ক্ষমা চান', ফারহা খানকে শাসানি

'হোলি ছাপড়িদের' মন্তব্যে অভিযোগ দায়েরের পর এবার ২ সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার হুমকি বলিউড পরিচালককে।
Published By: Sandipta BhanjaPosted: 01:58 PM Feb 23, 2025Updated: 02:02 PM Feb 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "হোলি ছাপড়িদের উৎসব", ফারহা খানের (Farah Khan) মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের জেরে শনিবারই অভিযোগ দায়ের হয়েছে। এবার হুমকির মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার। ফারহাকে ২ সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলা হল।

Advertisement

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে যখন দেশজুড়ে নিন্দার ঝড়। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ঠিক সেই আবহেই বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে ফারহা খান। সামনেই দোল উৎসব। তার প্রাক্কালেই বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে পড়তে হল ফারহা খানকে (Farah Khan Holi Row)। সম্প্রতি এক রান্নার রিয়ালিটি শোয়ে ফারহা বলেন, “হোলি ছাপড়িদের উৎসব।” এই ‘ছাপড়ি’ শব্দটি নিয়েই আপত্তি উঠেছে। অভিযোগ, এহেন মন্তব্যের জেরে এক বিশেষ সম্প্রদায়কে খোঁচা দিয়ে সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন বলিউড পরিচালক। আর সেই অভিযোগ নিয়েই বিকাশ ফটক যিনি কিনা ‘হিন্দুস্তানি ভাউ’ নামে পরিচিত, তিনি তাঁর আইনজীবী আলি কাসিফ খান দেশমুখকে দিয়ে ফারহার বিরুদ্ধে মুম্বইয়ের খর থানায় অভিযোগ দায়ের করেছেন। এবার ফারহাকে দু সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বললেন তিনি। এখানেই অবশ্য থামেননি তিনি। 'হিন্দুস্তানি ভাউ'য়ের অভিযোগ, পরিচালক-কোরিওগ্রাফার সনাতন ধর্মের অপমান করেছেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 'হিন্দুস্তানি ভাউ'য়ের (Hindustani Bhau) মন্তব্য, "এক রিয়ালিটি শোয়ে আজ এমন মন্তব্য করা হচ্ছে। বলা হচ্ছে, হোলি ছাপড়িদের উৎসব। তাই নাকি? এমন নয় যে, ফারহা খান ইন্ডাস্ট্রিতে কাজ করেননি কিংবা এই উৎসব সম্পর্কে উনি অবগত নন। এমনও নয় যে, এর আগে কোনও রিয়ালিটি শোয়ে ওঁকে দেখা যায়নি কিংবা ফারহা জানেন না যে সনাতন ধর্ম কী? আজকে উনি ছাপড়িদের কথা বলছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গোটা দেশের একশো কোটি মানুষ এই হোলি উৎসবে মেতে ওঠেন। এই মানুষগুলো কি তাহলে ছাপড়ি?"

এরপরই ফারহার উদ্দেশে বিকাশের সংযোজন, "আপনি সনাতন ধর্মকে অপমান করেছেন। আর এটা তো বলিউডের জন্য নতুন কিছু নয়। গোড়া থেকেই বলিউড সনাতন ধর্মকে এভাবে অপমান করে আসছে। হিন্দুদের দেব-দেবীদের অপমান করে আসছে। বলিউডের যে কোনও সিনেমাতেই দেখা যাবে ওরা কীভাবে হিন্দু ধর্মের অপমান করেন। আর এটা নিয়ে কেউ কোনও অভিযোগও জানান না। কারণ বলিউডে সব ক্ষমতাবাণ, পয়সাওয়ালা লোকজন। তবে আমি ছেড়ে কথা বলব না। ওদের যথাযোগ্য শাস্তি হবেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • "হোলি ছাপড়িদের উৎসব", ফারহা খানের মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের জেরে শনিবারই অভিযোগ দায়ের হয়েছে।
  • এবার হুমকির মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার।
  • ফারহাকে ২ সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে বলা হল।
Advertisement