shono
Advertisement

Breaking News

Hiran Chatterjee

'বাংলায় বলুন...' কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ, ভাইরাল ভিডিও

Published By: Akash MisraPosted: 03:22 PM May 14, 2024Updated: 03:33 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার যুগে কখন যে, কী ভাইরাল হয়ে যায়, তা আগে থেকে আন্দাজ করা যায় না। এই যেমন, হুট করে হিরণ যে কেশপুরে ট্রোলড হবেন তা কী আগে থেকে বুঝতেও পেরেছিলেন। এখন তো সোশাল মিডিয়ায় হিরণ আর কেশপুরের এক বাসিন্দার ভিডিও ভাইরাল।

Advertisement

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা? ]

ভাইরাল ভিডিওতে কী রয়েছে?

ঘাটাল কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে হিরণ ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে গিয়েছেন। সেখানে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'আজকে এসেছি কেশপুরেতে। আমি জানি না কী ভাষায় বলব। আমার মনের মধ্যে কোনও ভাষা নেই।' তিনি এই কথা বলতেই পাশ থেকে সেখানকার এক ব্যক্তি আচমকাই বলে ওঠেন, 'বাংলা ভাষাতেই কথা বলেন।' ব্যস, হিরণের এই ভিডিও নিয়ে তোলপাড় সোশাল মিডিয়ায়। ছড়িয়ে পড়েছে নানা মিমও। নেটিজেনদের একাংশ তো এই ভিডিও দেখে বলছেন, 'কাকা রকড, হিরণ শকড!'

প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে শাক, এঁচোরের তরকারি, মাছ ভাজা খেয়েছেন বিজেপির এই তারকা প্রার্থী।

প্রচারের ফাঁকে ভোটারদের মন জিততে, এর আগেও এমনটি করেছিলেন হিরণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে তিনি এক ব্যক্তির গায়ে সাবান লাগিয়ে দেন। সেই ছবিও ভাইরাল হয়েছিল।

ভোট বড় বালাই। কেউ দলকর্মীদের ঘুগনি খাওয়াচ্ছেন, তো কেউ সকাল সকাল থলি হাতে নিয়ে বাজারে ছুটছেন! ভোট প্রচারের কোনও ফন্দিই যেন হাতছাড়া করতে নারাজ রাজনৈতিক দলের তারকা প্রার্থীরা। কয়েকদিন আগে প্রচারের ফাঁকে থলি হাতে হিরণকে বাজার করতেও দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র শুটিং শেষ, কীভাবে সেলিব্রেট করলেন ঋতাভরী-আবিররা? ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কয়েকদিন আগে প্রচারের ফাঁকে থলি হাতে হিরণকে বাজার করতেও দেখা গিয়েছিল।
  • নেটিজেনদের একাংশ তো এই ভিডিও দেখে বলছেন, 'কাকা রকড, হিরণ শকড!'
Advertisement