ইংল্যান্ড: ০
ভারত: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতলেই বিশ্বকাপের (Hockey World Cup) কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এটাই ছিল হরমনপ্রীত সিংদের সবচেয়ে বড় মোটিভেশন। স্পেনকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল। কিন্তু গ্রুপের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ড্র করল ভারত (India vs England)। বিশ্বর্যাঙ্কিয়ে পরপর দুই স্থানে থাকা দুই দল একে অপরকে টেক্কা দিলেও গোলের জালে বল জড়াতে পারল না কেউই। অমীমাংসিত ভাবে ম্যাচ শেষ হওয়ায় নক আউট পর্ব নিশ্চিত করতে পারলেন না শ্রীজেশরা। গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।
ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণ শানাতে থাকে ইংল্যান্ড। গোল লক্ষ্য করে ম্যাচের প্রথম শট নিয়েছিল তারাই। হরমনপ্রীতের তৎপরতায় গোল হয়নি। এরপর থেকেই মনদীপের হাত ধরে ম্যাচে ফেরে ভারত। খানিক পরে পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি। ভারত পেনাল্টি মিস করার পর থেকেই ব্রিটিশ আক্রমণের তীব্রতা বাড়তে থাকে। প্রথম কোয়ার্টারেই পাঁচটি পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে ভারতের জমাট রক্ষণ পেরিয়ে গোল করতে পারেনি তারা।
[আরও পড়ুন:বিরাট-গিলের সেঞ্চুরির পর দাপট বোলারদের, শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ ভারতের]
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ছন্দ ফিরে পায় ভারতীয় দল। তবে বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ডই। চাপের মুখে গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন মনপ্রীত। অন্যদিকে ইংল্যান্ডের একটি গোল বাতিল হয়। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল লক্ষ্য করে ভারত একাধিক আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত গোল শূন্য ভাবেই হাফ টাইমে যায় দুই দল।
খেলা যত এগিয়েছে, নিজেদের হারানো ছন্দ ফিরে পেয়েছে ভারত। কার্যত সুপারম্যান হয়ে উঠে একের পর এক গোল বাঁচিয়েছেন ইংল্যান্ডের গোলকিপার। পুরো ম্যাচে মাঠ জুড়ে দাপিয়ে খেলেন স্পেনের বিরুদ্ধে গোলদাতা হার্দিক সিং। কিন্তু এদিন গোল পাননি তিনি। তৃতীয় কোয়ার্টারের শেষে একবার গোলের দাবি জানায় ভারত। কিন্তু গোল দেননি আম্পায়ার। রেফারেল না থাকার কারণে সিদ্ধান্ত বিবেচনা করা যায়নি। চতুর্থ কোয়ার্টারেও গোল করার মরিয়া চেষ্টা ছিল দুই দলের। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগোতে পারেনি কেউই।