shono
Advertisement

নেটদুনিয়ায় দ্বিগুণ হবে ‘হইচই’, আসছে ধামাকেদার সেকেন্ড সিজন

৩০টি ওয়েব সিরিজ, ১২টি অরিজিনাল ফিল্ম; তাহলে হয়ে যাক! The post নেটদুনিয়ায় দ্বিগুণ হবে ‘হইচই’, আসছে ধামাকেদার সেকেন্ড সিজন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:55 AM Sep 20, 2018Updated: 11:58 AM Sep 20, 2018

বিশাখা পাল: গত একবছরে নেটিজেনদের বিনোদনের অন্যতম ঠিকানা ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ‘হইচই’। এবার বিনোদনের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দিতে আসছে ওই ওয়েব প্ল্যাটফর্ম। আসছে ‘হইচই’ টিভির সেকেন্ড সিজন। বুধবার শহরের অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘হইচই’-এর সেকেন্ড সিজন। তারকাখচিত অনুষ্ঠানে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ, অরিজিনালস-এর ঘোষণা করলেন এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা। আগামী এক বছরে ৩০টি অরিজিনাল শো, ১২টি অরিজিনাল ফিল্ম, ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ২০০টি ছবি যার মধ্যে ১২টি ছবি ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হবে। যার মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘এক যে ছিল রাজা’ ও অরিন্দম শীলের ‘ব্যোমকেশ গোত্র’। তাই পুজোর বাজারে আকাশছোঁয়া টিকিটের চাহিদার মধ্যে হলে গিয়ে ছবি দেখা বঞ্চিত থাকলে পরোয়া নেই। হাতের স্মার্টফোনে ‘হইচই’ অ্যাপ থাকলেই কেল্লা ফতে।

Advertisement

[বড়পর্দার পর এবার ওয়েব সিরিজে নানাবতী মামলা]

 

বুধবারের অনুষ্ঠানে এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহত, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মীর।

মার্কিন মুলুক, কানাডাতে ইতিমধ্যেই দেখা যায় ‘হইচই’। এবার বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যেও আসছে ওই ওয়েব মিডিয়া প্ল্যাটফর্ম। ওয়েব সিরিজ ও অরিজিনালস গুলি এবার হিন্দি, তামিল, তেলুগু ও আরবি ভাষাতেও দেখা যাবে বলে এদিন জানিয়েছেন সংস্থার কর্ণধাররা। ৩০টি অরিজিনালস-এর মধ্যে থাকছে তারানাথ তান্ত্রিক, বাইশে শ্রাবণ, চরিত্রহীন, বিদ্যুৎ, দুপুর ঠাকুরপো ২, একেন বাবু ২, সেই হলুজ পাখি ২, জাপানি টয় ২, ধানবাদ ব্লুজ, সিক্স ২, ব্যোমকেশ ৪, হোলি ফাক ২-এর মতো সিরিজগুলি। এদিন সবক’টি ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করে ‘হইচই’। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মোনালিসা, যশ দাশগুপ্ত, অরিন্দম শীল, যিশু সেনগুপ্ত, নীলাঞ্জনা ভৌমিক সেনগুপ্ত, তনুশ্রী চক্রবর্তী। নিপুন দক্ষতায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন মীর। এত ওয়েব সিরিজ, এত শো, তাতে বলাই যায় আগামী একবছর ফের নেটিজেনদের বিনোদনের একমাত্র ঠিকানা হতে চলেছে ‘হইচই’। বাংলা ওয়েব দুনিয়ায় এবার শুধুই ‘হইচই’। তাহলে হয়ে যাক!

[অনুপ জালোটার সঙ্গে মেয়ের সম্পর্কের কথা জেনে কী প্রতিক্রিয়া বাবার?]

The post নেটদুনিয়ায় দ্বিগুণ হবে ‘হইচই’, আসছে ধামাকেদার সেকেন্ড সিজন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement