shono
Advertisement

Breaking News

ঘরেই তৈরি করুন হোলির ভেষজ রং! রইল টিপস

তবে রং খেলুন সাবধানে।
Posted: 06:08 PM Mar 13, 2024Updated: 06:08 PM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়? দোল আসলেই বাংলা ছবি ‘একান্ত আপনে’র গানটি মনে পড়ে যায়। তাই এবার দোলে রং খেলার প্রস্তুতি সেরে ফেলতেই পারেন। বাড়িতেই এবার বানিয়ে ফেলুন হোলির রং!

Advertisement

১) জবা ফুলের পাপড়ি শুকিয়ে, গুঁড়ো করে ময়দার সঙ্গে মেশালেই তৈরি লাল রং! কিংবা ১ লিটার জলে ২ চা চামচ লাল চন্দনের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে পিচকিরিতে ভরে নিন। ফুটিয়ে নিতে পারেন বেদানার খোসা। টম্যাটো বা গাজরের রসের দিয়েও লাল রং বানাতে পারেন।

২) গুঁড়ো হলুদ মিশিয়ে নিন বেসন, ময়দা, চালের গুঁড়ো বা আটার সঙ্গে। গাঁদা ফুলের শুকনো পাপড়ির গুঁড়ো একটু বেশি পরিমাণে বেসনের সঙ্গে মিশিয়েও হলুদ রং বানাতে পারেন।

[আরও পড়ুন: পথের ক্লান্তি ভোলাবে কালুকের এই রূপ, মনকে দেবে শান্তি]

৩) ২ চা চামচ মেহেন্দিগুঁড়ো ১ লিটার জলে মিশালেও মিলবে সবুজ রং । এর একটা আলাদা মজাও রয়েছে! প্রথমে সবুজ, পরে রং হবে লালচে, খয়েরি। এই রং কিছুদিন থাকলেও কোনও ক্ষতি নেই! কিংবা জলে ফুটিয়ে নিন পালং, ধনেপাতা, পুদিনাপাতা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিলেই তৈরি সবুজ রং।

৪) নীল রং তৈরি করার জন্য বেশ কয়েকটা অপরাজিতা ফুল সারারাত গরমজলে ভিজিয়ে রাখুন। সকালে নীল রং তৈরি! ঠান্ডা করে পিচকিরিতে ভরে নিন।

[আরও পড়ুন: চেহারার কালো ছোপ দূর করতে পার্লারে ছুটছেন? ভুল করছেন না তো!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement