shono
Advertisement

‘বেলুনে বীর্য থাক বা না থাক, হোলি কি মহিলাদের হেনস্তার লাইসেন্স দেয়?’

প্রশ্ন তুললেন গুরমেহর কৌর? The post ‘বেলুনে বীর্য থাক বা না থাক, হোলি কি মহিলাদের হেনস্তার লাইসেন্স দেয়?’ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Mar 01, 2018Updated: 11:57 AM Sep 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির অছিলায় দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রীদের দিকে ধেয়ে এসেছিল বীর্যভরা বেলুন৷ বেলুনে রং ভরে অন্যের দিকে ছুড়ে দেওয়ার রীতি বহুদিনের৷ বিশেষত অঙ্গ স্পর্শ না করে মহিলাদের দিকে এভাবেই রং ছুড়ে দেন যুবকরা৷ এবার রঙের বদলে বেলুনে ভরা ছিল বীর্য৷ তা নিয়েই ছি ছি গোটা দেশে৷ তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একটা বেলুন রঙে ভরা সহজ৷ কিন্তু তা বীর্য দিয়ে কীভাবে ভরা যাবে? তা কি আদৌ বিজ্ঞানসম্মত কথা? এবার এ সব নিয়েই মুখ খুললেন গুরমেহর কৌর৷

Advertisement

হৃদমাঝারে লাগল পলাশ, মুঠো আবিরে রঙিন শান্তিনিকেতন ]

পাকিস্তান নয়, যুদ্ধই আমার বাবাকে মেরেছে৷ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল মেয়েটা৷ বার্তা যুদ্ধবিরোধী৷ যদিও তাতে পাকিস্তানকে তোল্লাই দেওয়া হচ্ছে, এ অভিযোগে সরব হয়েছিলেন দেশবাসী৷ তুমুল সমালোচনার মুখে পড়েন গুরমেহর৷ যদিও নুয়ে পড়েননি৷ বরং নিজের ভাবনা ও তা প্রকাশের স্বাধীনতার পক্ষে অনড় ছিলেন৷ সম্প্রতি এ বিষয়ে তাঁর বইও প্রকাশিত হয়েছে৷ একটি বিশিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধে এবার হোলির এই প্রথা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এই তরুণী সমাজকর্মী৷ তাঁর দাবি, বেলুনে বীর্য ভরে ছুড়ে দেওয়া হয়েছে কলেজ ছাত্রীদের দিকে৷ সে কাজটাই তো নিন্দনীয়৷ উলটে আলোচনা হচ্ছে, বীর্য দিয়ে বেলুন ভরে তোলা সম্ভব কিনা তা নিয়ে৷ তাঁর মতে, এই অপ্রাসঙ্গিক আলোচনার পরিবর্তে বরং নজর দেওয়া উচিত অন্যদিকে৷ এই যে মজা করার অছিলায় কোনও মহিলার দিকে বেলুন ভরা রং ছুড়ে দেওয়া তা তো অস্বস্তির কারণ হতে পারে৷ এবং সেক্ষেত্রে পুরুষরা অনুমতিও নেয় না৷ বুরা না মানো হোলি বলে এই কাজ করে চলে পুরুষরা৷ তাঁর মতে এই প্রথাই বা কতখানি শিষ্ট৷ তবে কি হোলি আসলে মহিলাদের হেনস্তা করার ফ্রি পাস৷ প্রশ্ন তুলেছেন গুরমেহর৷ বস্তুত এ প্রশ্ন অনেকেই তুলেছেন৷ দোলে রং মাখানোর অছিলায় মহিলাদের হেনস্তা করার ঘটনা আকছারই ঘটে৷ প্রতিবছরই পুলিশের কাছে এরকম কিছু অভিযোগ দায়ের করা হয়৷ বুরা না মানো- এই কথার মধ্যেই যেন বদমাইশি করার লাইসেন্স দেওয়া থাকে৷ অন্তত অনেকে সেরকমই ধরে নেন৷ গুরমেহরের মতে, তাই যদি হয়, তাহলে অশুভকে নাশ করে যে উৎসবের সূচনা, তা তো আর এক অশুভকে প্রশ্রয় দিচ্ছে৷ গুরমেহরের ভাবনায় শামিল নেটিজেনদের একাংশও৷

[  কেন রাধার সঙ্গে হোলিতে মেতে উঠেছিলেন কৃষ্ণ? ]

ছবি- অরিজিৎ সাহা

The post ‘বেলুনে বীর্য থাক বা না থাক, হোলি কি মহিলাদের হেনস্তার লাইসেন্স দেয়?’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement