সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাউন্ড জিরো থেকে ইউক্রেনের (Ukraine Crisis) পরিস্থিতি দেখেছেন। ২৪ ফেব্রুয়ারি যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) শুরু হয়। সেদিনই ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে দেখা হয়েছিল হলিউডের অস্কারজয়ী অভিনেতা শন পেনের (Sean Penn)। কেমন ছিল সেই অভিজ্ঞতা? জানালেন তারকা।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পেন জানান, যুদ্ধ শুরুর আগেই তিনি ইউক্রেনে পৌঁছেছিলেন। যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন জেলেনস্কির সঙ্গে ছিলেন। সত্যিকারের একজন নেতা জেলেনস্কি। জন্ম থেকেই যেন প্রকৃত নেতার সমস্ত গুণ তাঁর মধ্যে রয়েছে। গোটা দেশকে সংঘবদ্ধ করে রেখেছেন তিনি। এমনটাই জানালেন অস্কারজয়ী অভিনেতা।
[আরও পড়ুন: সিরিয়ালে নারীর অবক্ষয়! লীনা গঙ্গোপাধ্যায়কে ‘গুলি’ করার নিদান বিপ্লব চট্টোপাধ্যায়ের]
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তথ্যচিত্র তৈরি করছেন পেন। সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে পৌঁছেছিলেন তিনি। সেখানকার যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেন। পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কাজ শেষ করে পোল্যান্ড হয়ে আমেরিকায় ফেলেন শন। তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলেনস্কির প্রশংসা করেন।
অস্কারজয়ী অভিনেতা জানান, তিনি জেলেনস্কি এবং ইউক্রেনের মানুষের জন্য চিন্তিত। পাশাপাশি তাঁদের অদম্য সাহস দেখে মুগ্ধ। পশ্চিমি দুনিয়ার কাছে এই লড়াই উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। শোনা গিয়েছে, মৃতদের মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধের এমন ভয়াবহ পরিণামই নাকি নিজের তথ্যচিত্রে তুলে ধরতে চাইছেন শন পেন। পরবর্তীকালে যাতে গোটা বিশ্ব দেখতে পারে, যুদ্ধের ফলাফল কতটা মারাত্মক হয়। বরাবর যুদ্ধবিরোধী হিসেবেই পরিচিত হলিউড তারকা। এর আগেও তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। যাতে মানুষ এর ভয়বহতা চাক্ষুষ করতে পারেন এবং এর থেকে শিক্ষা নিতে পারেন।