সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে থাকা কলের গায়ে জলের দাগ জমা, নতুন কোনও বিষয় নয়। সকলের বাড়িতেই কমবেশি এই ধরনের দাগছোপ দেখাই যায়। দীর্ঘদিন ধরে থাকা জলের দাগ, চাইলেন আর পরিষ্কার হয়ে গেল, তা হয় না। তবে বাড়িতে থাকা কয়েকটি সামগ্রীর সঠিক ব্যবহারে এই ধরনের দাগছোপ থেকে মুক্তি মিলতে পারে। আপনার জন্য রইল টিপস।

১. বাড়িতে সকলেরই ভিনিগার থাকে। ভিনিগার এবং জলের মিশ্রণে এই ধরনের দাগছোপ থেকে সহজে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আগে একটি স্প্রে করা যাবে এমন বোতল নিন। ওই বোতলে ভিনিগার দিন। সঙ্গে সমপরিমাণ জল নিন। এবার যেখানে জলের দাগ লেগে রয়েছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিট রেখে দিন। এবার একটি নরম কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন। জলের দাগছোপ উঠে যেতে বাধ্য।
২. বেকিং সোডা এবং ভিনিগার দিয়েও জলের দাগছোপ পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে একটি পাত্রে ২ চা চামচ বেকিং সোডা নিন। তাতে অল্প পরিমাণ ভিনিগার দিন। মিশ্রণটি ১০-১৫ মিনিট জলের দাগের উপর লাগিয়ে রাখুন। একটি ব্রাশ দিয়ে ঘষে নিন। এবার শুকনো কোনও কাপড় দিয়ে মুছে ফেলুন। তাতেই দাগ গায়েব।
৩. লেবুর রস এবং শুকনো কাপড়ের কেরামতিতেও উধাও হতে পারে দাগছোপ। সেক্ষেত্রে ওই জলের দাগের উপর সরাসরি লেবুর রস দিন। ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর নরম কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে ফেলুন। দেখবেন জলের দাগ উঠে ঝঝঝক করছে কল।
রান্নাঘরে থাকা এই জিনিসগুলি দিয়ে সুফল পেতে বাধ্য। তাই আর দেরি না করে আজই এভাবে পরিষ্কার করতে পারে বাড়ির কলের আশপাশ।