সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোল সাধারণত বাড়ির বাইরে খেলেন সকলে। তা বলে ঘরের কোণে একটুও রং পড়ে থাকবে না, তা আবার হয় নাকি? কোন ফাঁকে যে ঘরের কোণ রঙিন হয়ে যাবে, তা হয়তো আপনার জানাও নেই। কিন্তু এবার ঘর পরিষ্কারের পালা। কীভাবে কম কসরতে ঘর পরিষ্কার করবেন, জেনে নিন কৌশল।
১. মেঝেতে আবির পড়লে, তা তোলার জন্য জল ব্যবহার করবেন না। পরিবর্তে মাইক্রোফাইবার ক্লথ কিংবা ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। সাদা মার্বেলের মেঝে হলে সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন।
২. দেওয়ালে অনের সময় রং লেগে যায়। তা পরিষ্কারের জন্য রাসায়নিক ব্যবহার করবেন না। তাতে রঙের ক্ষতি হতে পারে। পরিবর্তে জলে ভেজানো কাপড় দিয়ে দেওয়াল পরিষ্কার করতে পারেন।
৩. বাড়ির আসবাবপত্রও কি রঙে মাখামাখি? অ্যামোনিয়াযুক্ত কোনও ক্লিনার দিয়ে অনায়াসে তা পরিষ্কার করে নিতে পারেন।
৪. এছাড়া ঘর, আসবার পরিষ্কারের জন্য স্পঞ্জ এবং মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। তাতে রং তোলার ক্ষেত্রে কম কসরত করতে হবে।