shono
Advertisement
Silver Jewelry

রুপোর গয়নায় কালচে দাগ! ঝকঝকে করুন মাত্র ২ মিনিটে, রইল দারুণ টিপস

আপনার গেরস্থালিতেই রয়েছে বাজিমাত করার অস্ত্র!
Published By: Sandipta BhanjaPosted: 05:00 PM Jul 08, 2024Updated: 05:54 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোর গয়নার কদর বেশ বেড়েছে বর্তমানে। শাড়ি বা যে কোনও ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে হালকা কিংবা জাঙ্ক রুপোর গয়না কিন্তু এখন ট্রেন্ডিং। এছাড়াও সারা বছর টুকটাক নেমন্তন্ন তো লেগেই থাকে। এমন অনুষ্ঠানগুলিতে তো আর সবসময় সোনা বা হিরের গয়না পরে যাওয়া সম্ভব নয়। তখন কাজে দেয় রুপোর গয়না। অনেকে আবার বাড়ির কোনও শুভ অনুষ্ঠানে রুপোর ছোট বাসন ব্যবহার করেন। সে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন হোক বা ধনতেরাস। কিন্তু দরকারি এই গয়না বা বাসনগুলি বের করে যদি তাতে কালচে দাগ দেখা যায় তাহলে? কী করবেন! চিন্তার কোনও কারণ নেই। চটজলদি বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন। দোকানের ভরসায় আর থাকতে হবে না।

Advertisement

১) সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ধাতুর গয়নাই ঔজ্জ্বল্য হারায়। রুপোর গয়নাও ব্যতিক্রম নয়। সেই দীপ্তি ফেরানোর একটি সহজ উপায় রয়েছে। আর তা আপনার রান্নাঘরেই রয়েছে। ভিনিগার। দু’টেবিল চামচ বেকিং সোডা ও আধ কাপ সাদা ভিনিগার একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। তাতে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রুপোর গয়না বা বাসন ভিজিয়ে রাখুন। এরপর মিশ্রণ থেকে তা তুলে ব্রাশ দিয়ে ঘষে নিলেই উঠে যাবে দাগছোপ। ফিরবে ঔজ্জ্বল্য।

২) দেড় কাপ জলের মধ্যে আধ কাপ গুঁড়ো দুধ ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সারারাত ডুবিয়ে রাখুন রুপোর গয়না। পরের দিন নতুনের মতো চকচকে হবে।

[আরও পড়ুন: বর্ষায় কাঠের আসবাবের দফারফা? যত্ন নেওয়ার দারুণ সব টিপস রইল]

৩) পর্যাপ্ত পরিমাণ টমেটো কেচআপ ঢেলে এবার পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিন। কালচে দাগ ভ্যানিশ হয়ে যাবে। তারপর গয়নাটা ভালো করে ধুয়ে নেবেন। 

৪) এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারে রুপো গয়না বা বাসন ভিজিয়ে রাখলেও ফিরবে ঔজ্জ্বল্য। 

৫) গোটা লেবুর রস বের করে তাতে নুন দিয়ে গয়নায় মাখিয়ে রাখুন, কিছুক্ষণ বাদে ঘষে পরিষ্কার করে নিন। 

৬) গেরস্থালির আরও একটি জিনিস রুপোর গয়না বা বাসন পরিষ্কার করতে কাজে লাগে। সাদা টুথপেস্টও এক্ষেত্রে দারুণ কাজ করে। গয়না বা বাসনে টুথপেস্ট দিয়ে ঘষলে আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠে।

৭) সার্ফের জলেও চুবিয়ে রাখতে পারেন। হালকা গরম জলে সার্ফ দেবেন। তাতে দশ মিনিট গয়না বা বাসনগুলি চুবিয়ে রাখবেন। তারপর বের করে হালকাভাবে ব্রাশ (পুরনো বাতিল করে দেওয়া টুথব্রাশ) দিয়ে ঘষে গরম জল দিয়ে ধুয়ে নেবেন। এবার মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে ভাল করে মুছে নিলেই হবে।

[আরও পড়ুন: বর্ষায় আচারের দফারফা? বয়াম খুললেই সাদা ছত্রাক! এই টোটকাতেই হবে বাজিমাত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুপোর গয়নার দীপ্তি ফেরানোর একটি সহজ উপায় ভিনিগার।
  • গেরস্থালির আরও একটি জিনিস রুপোর গয়না বা বাসন পরিষ্কার করতে কাজে লাগে। আর তা হচ্ছে টুথপেস্ট।
Advertisement