shono
Advertisement

ঠাকুরনগরে আগের মঞ্চেই অমিত শাহর বাতিল হওয়া সভা, দিনক্ষণ জানালেন শান্তনু ঠাকুর

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সদার্থক বার্তা দেবেন বলেও আশা।
Posted: 07:40 PM Feb 06, 2021Updated: 01:15 PM Feb 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার শেষমুহূর্তে বাতিল হয়েছিল অমিত শাহের  সভা। তা নিয়ে মতুয়া মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। আদৌ মতুয়ারা কি নাগরিকত্ব পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একাংশ। এবার সেই মতুয়া মহলেই সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। শনিবার সেই সভার দিনক্ষণ জানিয়ে দিলেন সাংসদ শান্তনু ঠাকুর।

Advertisement

চলতি মাসের ১০ তারিখে দু’দিনের সফরে বাংলায় আসবেন অমিত শাহ। কোচবিহারে থাকবেন তিনি। ১১ তারিখ কোচবিহারের রথযাত্রার সূচনা করার কথা তাঁর। সেদিনই আবার ঠাকুরনগরে অমিত শাহ সভা করবেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর। তাঁর কথায়, মতুয়া গড়ে যা যা কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল, ১১ তারিখ সেগুলি সবই করবেন শাহ। ওই দিন বেলা সাড়ে তিনটে নাগাদ ঠাকুর বাড়িতে আসবেন শাহ। পুরনো মঞ্চ থেকে ওই দিন তিনি মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সদার্থক বার্তা দেবেন বলেও আশা প্রকাশ করেছেন শান্তনু ঠাকুর।

[আরও পড়ুন : কাঁথির জনসভা থেকে ‘তুই-তোকারি’ অভিষেকের, জবাব দিলেন শুভেন্দু]

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা করার কথা ছিল। দিল্লিতে বোমা বিস্ফোরণের জেরে সেই সভা বাতিল হয়েছিল। তারপর ফের ১১ ফেব্রুয়ারি অমিত শাহের সভা নিয়ে জল্পনা তৈরি হয়। শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিক বৈঠক করে সাংসদ শান্তনু ঠাকুর অমিত শাহের সভার দিন ঘোষণা করেন। তিনি বলন, ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে সভা করতে আসবেন। এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের জন্য আরও কিছুটা সময় চেয়েছে কেন্দ্র। এমন পরিস্থিতিতে ঠাকুরনগরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেন তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

অন্যদিকে, শান্তনু ঠাকুরকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার আবেদন জানিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। সেই প্রসঙ্গে শান্তনুর জবাব, “উনি আশা করেন কী করে? ওঁর মতো লোকের হাত ধরে আমরা রাজনীতি করব? পরিস্থিতি যেমন তৈরি হচ্ছে, তাতে দু’দিনের মধ্যে উনিই অন্য দলে যাওয়ার লাইন লাগাবেন।”

[আরও পড়ুন : নাড্ডার পালটা, ভোটের আগে চলতি সপ্তাহেই মালদহে যেতে পারেন মমতা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার