shono
Advertisement

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, নোটিস পাঠিয়ে রাহুলের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

ব্রিটিশ নাগরিক কংগ্রেস সভাপতি! The post নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, নোটিস পাঠিয়ে রাহুলের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক appeared first on Sangbad Pratidin.
Posted: 12:08 PM Apr 30, 2019Updated: 01:35 PM May 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। এবার কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়ে তাঁর নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় প্রমাণ চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে নোটিস পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে একাধিক দেশের নাগরিকত্ব থাকার অভিযোগে কংগ্রেস সভাপতির মনোনয়ন বাতিল করারও দাবি উঠেছিল। পরে অবশ্য সেই দাবি খারিজ হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: নেপাল-চিন সীমান্তে ইয়েতির পায়ের ছাপ! ছবি পোস্ট করে দাবি ভারতীয় সেনার]

বিতর্কের সূত্রপাত ২০০৫ সালে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী ইংল্যান্ডের একটি সংস্থায় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২০০৬ সালে এ প্রসঙ্গে রাহুল গান্ধী পালটা তোপ দাগেন সুব্রহ্মণ্যম স্বামীকে। রাহুলের পালটা দাবি, ভ্রান্ত তথ্য দিয়ে গোটা দেশকে বিভ্রান্ত করছেন স্বামী। কিন্তু তাতেও দমেননি বিজেপি সাংসদ। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুলের নাগরিকত্ব নিয়ে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নাগরিকত্ব বিভাগের ডিরেক্টর বি সি জোশীর দপ্তর থেকে কংগ্রেস সভাপতিকে একটি চিঠি লিখে বলা হয় এক পক্ষকালের মধ্যে রাহুলকে নিজের নাগরিকত্ব সম্পর্কে যাবতীয় তথ্য প্রমাণ দিতে হবে। চিঠিতে বলা হয়েছে হয়েছে, “সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, ২০০৩ সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যাকপস লিমিটেডের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আপনি। ওই সংস্থার সচিব পদেও ছিলেন রাহুল। স্বামীর অভিযোগে আরও বলা হয়েছে, ২০০৫ ও ২০০৬ সালে ওই সংস্থার বার্ষিক রিপোর্টে আপনার জন্ম তারিখ ১৯৭০ সালের ১৯ জুন দেখানো হয়েছে, এবং আপনি সেই সংস্থাতে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখিয়েছেন।”

[আরও পড়ুন: ‘গরম বাড়লেই বিদেশে পালান রাহুল’, ‘অজ্ঞাতবাস’ নিয়ে কটাক্ষ অমিত শাহ’র]

লোকসভা ভোটের ঠিক মাঝে কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়ে এই নোটিসের পিছনে অবশ্য রাজনৈতিক অভিসন্ধি দেখছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলছেন, “বিজেপি সরকার বেকারত্ব, কালো টাকা, কৃষক সমস্যার মতো ইস্যুতে ব্যর্থতা লুকোতে রাহুলের নাগরিকত্ব নিয়ে নাটক করছে সরকার। গোটা পৃথিবী জানেন কংগ্রেস সভাপতি জন্মসূত্রে ভারতীয়।” রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমও।

The post নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, নোটিস পাঠিয়ে রাহুলের কাছে জবাব চাইল স্বরাষ্ট্রমন্ত্রক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement