সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাংলো সংস্কার নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ইন্ডিয়া জোটে থাকা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সিবিআইকে কাজে লাগাচ্ছে বলেই বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
বাংলো সংস্কার নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হলেও আদতে যে প্রধানমন্ত্রীর দপ্তর ঘুরপথে কেজরিওয়ালের উপরেই সিবিআইকে নামাতে চাইছে বুঝতে কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলেই মত ইন্ডিয়া জোটের নেতাদের। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সিবিআই, ইডির অপব্যবহার মোদি সরকারের নতুন কোনও আচরণ নয়। আর ইন্ডিয়া জোট গঠন হওয়ার পর থেকেই যেভাবে বিজেপি ভয় পেয়েছে তাতে জোটের মুখ্যমন্ত্রী বা নেতাদের উপর এই ধরনের আঘাত প্রত্যাশিতই।
এই প্রসঙ্গে ইন্ডিয়া-র সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন কটাক্ষ করে বলেছেন, “বিজেপির সমস্ত জোটসঙ্গীরা তাদের ছেড়ে চলে গিয়েছে। এখন রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্তা করার জন্য তাদের কাছে শুধুমাত্র ইডি আর সিবিআই-ই রয়েছে।” বাংলো সংস্কার নিয়ে ‘দুর্নীতি’হয়েছে বলে বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে।
[আরও পড়ুন: মেরুকরণের পুরস্কার! রাজস্থান ভোটে গুরুদায়িত্বে সেই বিজেপি সাংসদ বিধুরি]
সরকারি অর্থ খরচ করে কেজরিওয়াল নিজের জন্য শিসমহল তৈরি করেছেন বলে একাধিকবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছে বিজেপি। দিল্লির উপরাজ্যপাল বি কে সাক্সেনার কাছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বাংলো সংস্কারে ৫৩ কোটি খরচ দেখানো হলেও বাস্তবে তার অর্ধেক অর্থ খরচ হয়েছে। ভুয়ো বিল দেখিয়ে বাকি টাকা সরকারি তহবিল থেকে তুলে নেওয়া হয়েছে। ৫৩ কোটি টাকা দিয়ে বাংলো সংস্কার করা নিয়ে ভিজিল্যান্স বিভাগ আগে তদন্তও করেছিল। তদন্তের রিপোর্ট গত মে মাসেই সাক্সেনার কাছে জমা পড়েছিল। তার পরেই উপ-রাজ্যপালের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এবিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছিল বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, আশি বছরের পুরনো দিল্লি মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাংলো ভেঙে পড়েছিল এবং তাতে নতুন করে কোনও কাজ করানো যাবে না বলেই দিল্লির পূর্ত দপ্তরের পক্ষ থেকে নতুন বাংলো তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর, কেজরিওয়ালের পুরনো বাংলোর ছাদ তিনবার ধসে পড়েছে সেই ভিডিও সোশাল মিডিয়াতে পোস্ট করেছিলেন।
[আরও পড়ুন: ‘আমার বাড়ি নেই’, প্রচার সভায় দাবি মোদির]
কেজরিওয়ালের দল আম আদমি পার্টি অবশ্য বাংলো নিয়ে সিবিআই তদন্তের নির্দেশকে পাত্তা দিতে চাইছে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেজরির বিরুদ্ধে সিবিআই লাগিয়ে দিয়ে বিজেপির তাঁকে কোণঠাসা করার চেষ্টা বিফলে যাবে বলেই দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। আপের পক্ষ থেকে এবিষয়ে বলা হয়েছে, “বিজেপি আমাদের দলকে ধ্বংস করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। বিজেপি গত ৯ বছর ধরে কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা তাতে সফল হয়নি। তাই এখন তাঁর বাড়ি টার্গেট করছে তারা। রিপোর্টে এমন কিছু নেই যে যা ভুল কিছু হয়েছে তা প্রমাণ করে।