সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা নিয়ে বাঙালির যত রোম্যান্টিকতাই থাক না কেন, জুতোর ক্ষেত্রে এ ঋতু মোটেও সুখের নয়৷ অনেকেই এই সময় চামড়ার জুতো তুলে রাখেন৷ কিন্তু যাঁদের জুতো পরতেই হয় তাঁদের চিন্তার শেষ নেই৷ বর্ষার জলে সাধের জুতোর দফারফা হওয়া খুবই স্বাভাবিক ঘটনা৷ তাছাড়া ব়্যাকে জুতো থাকলেও এসময় ড্যাম্প ধরার সম্ভাবনা থাকে৷ তাহলে এক্ষেত্রে কী করবেন? কয়েকটা সহজ উপায় মেনে চললে কিন্তু বর্ষাতেও জুতোকে দিব্যি ভাল রাখা যায়৷
নিয়মিত পালিশ
আপনি কি জুতো মাঝেমধ্যে পালিশ করান? কোনও নিয়ম মেনে পালিশের ধার ধারেন না? তবে এ অভ্যাস ছাড়ুন৷ এই বর্ষার সময় নিয়মিত জুতো পালিশ করানো উচিত৷ তাতে কাদা, ছত্রাক ইত্যাদি উঠে যায়৷ এছাড়া পালিশ থাকলে অনেকসময় জুতোর উপর জল জমে থাকে না৷ তাই এই ঋতুতে নিয়মিত জুতো পালিশ মাস্ট৷
ওয়াক্সিং
সাধারণ ‘শ্যু কন্ডিশনার’ দিয়ে পালিশের থেকে একটু আলাদা ‘শ্যু ওয়াক্সিং’ ৷ জুতো যদি দামি হয় তবে বর্ষার গোড়াতেই এটা করিয়ে নেওয়া ভাল৷ এর ফলে জুতোর চামড়া একদম সুরক্ষিত থাকবে৷
ওয়াটারপ্রুফ স্প্রে
একটু খোঁজ করলেই জুতোর দোকানে মিলবে এই স্প্রে৷ এ জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন৷ হঠাৎ বর্ষার আগমনে জুতোয় লাগিয়ে নিলেই কেল্লাফতে৷ তবে স্প্রে প্রয়োগে জুতোর রঙ বদলানোর সম্ভাবনা থাকে৷ সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন৷
জুতো যদি ভিজে যায় তাহলে কী করবেন?
- ভেজা জুতো শুকোতে তাপ দেবেন না৷ তাতে চামড়া শুকোবে ঠিকই কিন্তু চামড়া এবড়ো খেবড়ো আকার ধারণ করবে৷ তাতে জুতোটাই নষ্ট হবে৷
- ড্রায়ার দিয়ে জুতো শুকনো করবেন না৷
- বাড়তি জল ঝরিয়ে ফেলার পর জুতো শুকোতে কাগজ বা কাপড় ব্যবহার করুন৷ তাতে চামড়ার ভিতরের জল শুষে নেবে৷
- ঘরের তাপমাত্রায় জুতো শুকনো না হলে ভেপার ব্যবহার করা যেতে পারে৷ ভেপার আয়রনের মাধ্যমে এ কাজ করা যেতে পারে৷
দুর্গন্ধ দূর করতে
বর্ষায় জুতো ভিজলে বাজে গন্ধ হতে পারে৷ তাই এক্ষেত্রে ভিনিগার ব্যবহার করতে পারেন৷ একটা ছোট্ট কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতোর ভিতরটা ভাল করে মুছে নিন৷ এতে দুর্গন্ধ দূর হবে৷
The post বর্ষায় চামড়ার জুতো ঠিক রাখতে কী করবেন? appeared first on Sangbad Pratidin.