shono
Advertisement

হোমিও চিকিৎসায় দূর হবে মানসিক চিন্তা

বেশিরভাগ সময়ই অসুখের উৎস না জেনে শুধুমাত্র রোগের চিকিৎসা হয়৷ কাজের চাপ, পড়াশোনার চাপ, পারিবারিক টেনশনে জর্জরিত বেশিরভাগ মানুষ৷ অধিকাংশ ক্ষেত্রে একগাদা টেস্ট করে ওষুধ খাওয়া হয়৷ The post হোমিও চিকিৎসায় দূর হবে মানসিক চিন্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Jun 26, 2016Updated: 02:44 PM Jun 11, 2018

ডা. রামকৃষ্ণ ঘোষমণ্ডল: ছেলের রেজাল্ট খারাপ হলে টেনশন৷ ব্যবসায় লোকসান নিয়ে উদ্বেগ৷ বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য দুর্ভাবনা৷ মন খারাপ, টেনশন, উদ্বেগ পিছু ছাড়ে না মানুষের৷ কিন্তু জানেন কি টেনশনের সঙ্গে গ্যাস-অম্বলের সম্পর্ক আছে? মামাতো-পিসতুতো ভাইবোনের মতোই!

Advertisement

চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, দীর্ঘদিন মানসিক উদ্বেগে ভুগলে গ্যাস-অম্বল এমনকী টিউমারও হতে পারে৷ অর্থাৎ মানসিক চিন্তা ডেকে আনে অন্যান্য অসুখকে৷ তাই টেনশনে ভুগলে প্রথমেই মানসিক চিন্তার চিকিৎসা করানো জরুরি৷ হোমিওপ্যাথিতে সেই চিকিৎসা সম্ভব৷ উদ্বেগ কমাতে Staphysagria, Nat Mur, Ignatia, Acid Phos, Gelsemium, Arg. Nit. খুবই উপকারী৷ তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলি খাওয়া চলবে না৷

টেনশন এখন শুধু বড়দের হয় না৷ টেস্টে ভাল নম্বর না পেলে ক্লাস থ্রি-র পুঁচকেরও মনখারাপ হয়৷ স্কুলের প্রোজেক্ট শেষ করতে না পারলে ‘সি’ পাবে৷ এই আতঙ্কে প্রায়ই ভোগে তারা৷ সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পেট ব্যথা৷ হজম হয় না খাবার৷ চট করে এই পেট ব্যথার সঠিক কারণ অনুসন্ধান করা মায়ের পক্ষে সম্ভব হয় না৷ বেশিরভাগ সময়ই অসুখের উৎস না জেনে শুধুমাত্র রোগের চিকিৎসা হয়৷ কাজের চাপ, পড়াশোনার চাপ, পারিবারিক টেনশনে জর্জরিত বেশিরভাগ মানুষ৷ অধিকাংশ ক্ষেত্রে একগাদা টেস্ট করে ওষুধ খাওয়া হয়৷ এতে হয়তো সাময়িক আরাম মেলে, কষ্ট কমে৷ কিন্তু আরোগ্য হয় না৷ এ ক্ষেত্রে অসুখের আসল কারণ মানসিক চিন্তাকে হোমিওপ্যাথি চিহ্নিত করে পুরোপুরি সারিয়ে তোলে৷

তবে রোগীর চিকিৎসা করতে গেলে একজন হোমিও-চিকিৎসককে ধৈর্যশীল হতে হবে৷ বলতে দ্বিধা নেই, বর্তমানে এক শ্রেণির চিকিৎসক মডার্ন হোমিওপ্যাথির নাম করে স্বল্প সময়ে বাজিমাত করতে গিয়ে এই বিজ্ঞানকে কলুষিত করছেন৷ তবে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হবেন না৷ হোমিওপ্যাথি বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করলে আরোগ্যলাভ হবে৷
যোগাযোগ ০৩৩ ২৬৪১ ০০৪১

The post হোমিও চিকিৎসায় দূর হবে মানসিক চিন্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement