সুমন করাতি, হুগলি: পাওনা টাকা চাওয়ায় সোশাল মিডিয়ায় অপমান, কুমন্তব্য! সহ্য করতে না পেরে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা দম্পতির। পেট্রল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী-স্ত্রী। পুলিশ বিষয় খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অলোক হাজরা ও মৌসুমী হাজরা। তাঁরা পান্ডুয়ার ক্ষীরখণ্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের ক্ষীরকুন্ডি গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, অলোকের সঙ্গে কলিসান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। কয়েক বছর যাবত সেই সম্পর্কে ফাটল ধরে। টাকা চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয় বলে খবর। অভিযোগ, এনিয়ে আশিফ ফেসবুকে লাইভে অলকের সম্পর্কে কটূ কথা বলতে থাকেন। প্রতিবাদে বুধবার অলোক ও তাঁর স্ত্রী মৌসুমী কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে যান। ওই লাইভ ভিডিওগুলি মুছে ফেলার দাবি জানান। যা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। কথা কাটাকাটির মাঝেই পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী-স্ত্রী দুজনে। তাঁরাও ফেসবুক লাইভ করেন।
সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।