সুমন করাতি, হুগলি: বুধবার যৌথ অভিযান চালিয়ে বালি পাচার রুখল হুগলির জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ ও দাদপুর থানা। আটক করা হয়েছে বালি বোঝাই ১৯টি লরি ও ডাম্পার। গ্রেপ্তার করা হয়েছে চালক ও খালাসিদের। এদিন তাঁদের চুঁচুড়া আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির (Hooghly) গুড়াপ থানা ও দাদপুর থানার কাছে খবর আসে অনেকগুলো লরিতে বালি ভরে বেআইনিভাবে পাচার করা হচ্ছে। সেই অনুযায়ী নিজেদের দল নিয়ে তৈরি থাকেন পুলিশকর্তারা। জানা গিয়েছে, বালি (Sand) ভর্তি লরি ও ডাম্পারগুলো বীরভূম ও বর্ধমানের বিভিন্ন নদী থেকে বালি তুলে হুগলি দিয়ে পাচার করা হচ্ছিল। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলোতে এই বালি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ধৃতদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করা হবে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: নিউজক্লিকের এডিটরের লস্কর যোগ! ৮০০ পাতার চার্জশিট পেশ দিল্লি পুলিশের]
প্রসঙ্গত, বীরভূমের (Birbhum) বোলপুর মহকুমা এলাকার অজয় নদের বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালি মজুত রাখা-সহ পাচার করার অভিযোগ দীর্ঘদিনের।টাস্ক ফোর্স গঠন, অভিযান, ধরপাকড়, জরিমানা আদায় কোনও কিছুতেই চুরি আটকানো যাচ্ছে না।
গত অক্টোবরে, গোঘাটে দ্বারকেশ্বর নদের বিভিন্ন জায়গা থেকে বালি চুরি করে পাচারের অভিযোগে তিনটি বালি ভর্তি ট্রাক্টর আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তিন চালককে। সেবার ট্রাক্টরগুলি আরামবাগের দিকে যাওয়ার সময় ভাদুর মোড় থেকে ধরা হয়।