shono
Advertisement

Breaking News

Mogra

বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন নির্যাতন! 'হাতে পেলে গুঁড়ো করে দিতাম', হুঙ্কার মনোরঞ্জন ব্যাপারীর

পথে নেমেছে বিজেপিও।
Published By: Paramita PaulPosted: 04:09 PM Nov 03, 2024Updated: 06:37 PM Nov 03, 2024

সুমন করাতি, হুগলি: বাড়িতে ঢুকে নাবালিকার উপর যৌন নির্যাতন! শনিবার গভীর রাতের এই ঘটনায় তুমুল উত্তেজনা হুগলির মগরা থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারির পর তার কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপিও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের কিশোরীর বাড়ি মগরা থানা এলাকায়। শনিবার গভীর রাতে তার বাড়িতে ঢুকে যৌন নির্যাতন করে প্রতিবেশী যুবক। অভিযুক্তর বয়স ২৫ বছর। জানা গিয়েছে, অভিযুক্ত মেয়েটির বাবার সঙ্গে মদ খেত। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগ পেয়েই রাতে তালান্ডু স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়েছে।

রবিবার সকালে থানায় আসেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি অভিযুক্তের মায়ের সঙ্গেও কথা বলেন। থানার ভিতরে গিয়ে পুলিশের সঙ্গেও কথা বলেন। এর পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারী নির্যাতনের রোধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান। বলেন, "আমি লকাপে থাকা ছেলেটিকে বললাম, পুলিশের হাতে পড়ে তুই তো বেঁচে গেলি। কাল রাতে যদি আমি তোকে পেতাম, একেবারে গুড়ো গুড়ো করে দিতাম।" থানা থেকে বেরিয়ে বিধায়ক যান নির্যাতিতার বাড়িতে। সেখানে গিয়ে নির্যাতিতার আত্মীয়তার সঙ্গে কথা বলেন।

এই ঘৃণ্য ঘটনা নিয়ে পথে নেমেছে বিজেপি। তাদের তরফে তালান্ডু জিটি রোড অবরোধ করে। জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে জি টি রোডের ওপর টায়ার জ্বালিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। পরে পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়িতে ঢুকে নাবালিকার উপর যৌন নির্যাতন!
  • শনিবার গভীর রাতের এই ঘটনায় তুমুল উত্তেজনা হুগলির মগরা থানা এলাকায়।
  • অভিযুক্তকে গ্রেপ্তারির পর তার কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
Advertisement