সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজর এখন শুধুই বিশ্বকাপ জয়। তাই বাইরের কোনও সমালোচনা বা কটু কথায় কান দিতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বিশ্বকাপের দল নির্বাচনের পর সাংবাদিক বৈঠকে এসে রোহিত সাফ জানিয়ে দিলেন, কোনওরকম সমালোচনায় কান দিতে তিনি রাজি নন।
বিশ্বকাপের বাকি আর মাস দেড়েক। মঙ্গলবারই ভারত দল ঘোষণা করেছে। দল নির্বাচনের সময় সাংবাদিক বৈঠক থেকে ভারত অধিনায়ক বলছেন,”আমরা সম্ভাব্য সেরা দলই বেছে নিয়েছি। আমাদের ব্যাটিং গভীরতা আছে। স্পিন-সহ অন্যান্য বোলিং বিকল্পও রয়েছে।” রোহিত জানিয়েছেন, পরিস্থিতি এবং বিপক্ষের শক্তি বুঝে প্রতি ম্যাচের প্রথম একাদশ বেছে নেওয়া হবে।
[আরও পড়ুন: ‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির]
রোহিতদের বেছে নেওয়া দল থেকে বাদ পড়েছেন, এই মুহূর্তে দেশের অন্যতম সেরা স্পিনার যুজবেন্দ্র চাহাল। বাদ পড়েছেন আইসিসি (ICC) টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা শিখর ধাওয়ানও। সঞ্জু স্যামসনকেও রাখা হয়নি। ভারতীয় দলে না থাকা যে সঞ্জুদের দুর্ভাগ্য, সেটা মেনে নিয়েছেন অধিনায়ক রোহিত। তিনি বলছেন,”অনেক ক্রিকেটার আছেন। যারা হয়তো সুযোগ পাননি। প্রতিবারই এমনটা হয়। আমি নিজেও এর ভুক্তভুগী। বেদনাটা আমি জানি।” ঈশান কিষান এবং লোকেশ রাহুল (KL Rahul), বিশ্বকাপ দলে রয়েছেন দুই উইকেটরক্ষকই। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাবেন কে? রোহিত বলছেন,”পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত। প্রয়োজনে দু’জনই একসঙ্গে খেলতে পারেন।”
[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]
সাম্প্রতিককালে ভারতীয় দলকে বিস্তর সমালোচনা শুনতে হয়েছে। অত্যাধিক পরীক্ষানিরীক্ষা কেন? বিশ্বকাপের এত কাছেও দল তৈরি নয় কেন? এমন বহু প্রশ্ন শুনতে হয়েছে। ভারত অধিনায়ককে এদিনও সেই একই প্রশ্ন করা হয়। তাতে খানিক মেজাজ হারাতে দেখা গেল ভারত অধিনায়ককে। জানিয়ে দিলেন, আর এই ধরনের কোনও সমালোচনা বা প্রশ্ন তিনি শুনতে চান না। বিশ্বকাপের মধ্যেও আর কোনও বিতর্কিত প্রশ্নের জবাব তিনি দেবেন না। লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়।
বিশ্বকাপের ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ